Posts

Showing posts from January, 2021

What is business communication?

Image
  Business communication Business communication is the specialized Branch of General communication that is specially concerned with business activities. When communication Take places among business parties concerning business affairs or business related issues is known as business communication. Business communication is nothing but, no communication between the people in the organization for the purpose of carring out of the business activities. Business communication is the process of a changing business related information between people within and outside organization that is performed for the business benefit.     Figure:       Simple chart of business communication.

পরীক্ষার খাতায় লেখার নিয়ম। পরীক্ষায় প্রশ্ন কমন পড়া (উত্তর জানা) সত্ত্বেও সব লিখে শেষ করা যায় না। এই সমস্যা সমাধানের কিছু কার্যকরী টিপস

আমাদের মাঝে এরকরম অনেকেই আছেন যারা প্রশ্ন কমন পরার পরও সব উত্তর লিখে আসতে পারেন না।তারা নিচের এই টিপসগুলো অনুসরণ করতে পারেন:- ১। টাইম ম্যানেজমেন্ট সবচে কার্যকরী সমাধান। আপনি প্রতিটি প্রশ্ন সময় অনুযায়ী ভাগ করে নিবেন ঘড়ি ধরে যে,প্রতিটি প্রশ্ন আমি এই নির্দিষ্ট সময় এর মধ্যেই কমপ্লিট করবো । তাহলে দেখবেন যে ১ম দিকের প্রশ্নগুলো বড় আর শেষ দিকের প্রশ্ন গুলো ছোট হচ্ছে না বা উত্তর জেনেও ফেলে আসছেন না। ধরুন আপনার পরীক্ষার সময় ২ঘন্টা এবং প্রশ্ন আনসার করতে হবে ৪টি।তাহলে সেক্ষেত্রে আপনাকে সময়ের দিকে লক্ষ্য রেখে প্রতিটি (১টি)প্রশ্নের জন্য ৩০ মিনিট করে ভাগ করে নিতে হবে। ২।প্রশ্নের পয়েন্টগুলো যেগুলো আপনি উত্তরে লিখবেন সেগুলো প্রশ্ন পাওয়ার পর প্রশ্নের পাশে পেন্সিল দিয়ে ছোট করে লিখে রাখতে পারেন।কেননা এই পয়েন্টগুলো প্রশ্ন পাওয়ার পর ভালো মনে থাকে,কিন্তু অন্যান্য প্রশ্নগুলো আনসার করতে করতে দেখবেন যে ভুলে গেছেন কয়েকটি পয়েন্ট এবং এগুলো মনে করতে আপনার সময় নষ্ট হচ্ছে। মোট কথা সময় নষ্ট করা যাবে না। প্রশ্ন পাওয়ার পর পয়েন্টগুলো প্রশ্নের পাশে পেন্সিল দিয়ে ছোট করে লিখে রাখবেন যাতে পরে প্রশ্নটি আনসার করার সময়...

কম্পিউটার ব্যবহারের অসুবিধা বা সমস্যা

  কম্পিউটার ব্যবহারের অসুবিধা     আমরা জানি কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।কম্পিউটারের বেশ কিছু সুবিধা রয়েছে যার ফলে স্বল্প সময়ে আমরা অনেক কাজ,দ্রুত এর নির্ভুলভাবে করে নিতে সক্ষম হচ্ছি।যে কাজটি হাতে করতে অনেক পরিশ্রম বা অনেক সময় ব্যয় হচ্ছে সে কাজটি কম্পিউটার এর মাধ্যমে করলে খুব কম সময়ের মধ্যেই ফলাফল পাওয়া সম্ভব হচ্ছে।কম্পিউটার ব্যবহার করে আমাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে।উন্নত দেশগুলো কম্পিউটার ব্যবহার করে উন্নতভাবে যোগাযোগ সম্পাদক করছে।আমাদের দেশেও অনলাইন ভিত্তিক কাজগুলো, ই-কমার্স বা অনলাইন ব্যবসা, অফিসের মিটিং, অফিসের তথ্য সংরক্ষণ ছাড়াও যাবতীয় বিনোদন, অডিও -ভিডিও,গেইম ইত্যাদি কম্পিউটার এর মাধ্যমে পাওয়া যায় খুব সহজেই।অর্থাৎ, কম্পিউটার শুধু তথ্যই সংরক্ষণ করেনা।সাধারণ কাজগুলোর জন্য কম্পিউটার এ খুব বেশি দক্ষতার প্রয়োজন হয়না।তবে অফিসিয়াল বা বড় ধরনের কাজের জন্য দক্ষতার প্রয়োজন হয়। উপরে আমরা কম্পিউটার এর সুবিধা সম্পর্কে জানলাম। তবে কম্পিউটার এর বেশ কিছু অসুবিধাও রয়েছে।নিচে এগুলো আলোচনা করা হলো:- 1. চিন্তাশক্তির অভাব  কম্পিউটার...

চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম কাকে বলে ?বহুল ব্যবহৃত চিত্রভিত্তিক ইউজার Interface । Graphical user interface

   চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম    

Tense/কালের ব্যবহার–পার্ট ১ /করেছি ও করেছিলাম এর ব্যবহার

প্রতিটি কাজেরই একটা ফলাফল আছে । আপনি কোন কাজ করেছেন কিন্তু তার ফল তখনো পাননি। এমন অবস্থায় বাংলায় বলবেন,  আমি কাজটি শেষ  করেছি । ইংরাজিতে- I have finished the work. আপনি কোন কাজ করেছেন এবং তার ফলাফলও পেয়ে গেছেন। এমন অবস্থায় বাংলায় বলবেন,  আমি কাজটি শেষ  করেছিলাম । ইংরেজীতে- I finished the work. পুরো বিষয়টা সময়ের উপরে নির্ভরশীল। আজ বিকেলে অফিসে যে ফাইল তৈরি করলেন (নিকট অতীত), সেটা - I have done. গত সপ্তাহে যে ফাইল তৈরি করেছিলেন - I did.  অন্যান্য

প্রাপ্য হিসাব বলতে কি বুঝায়? হিসাববিজ্ঞান

 প্রাপ্য হিসাব হচ্ছে একটি ব্যক্তিবাচক হিসাব। বাকিতে ক্রয়ের জন্য প্রাপ্য হিসাব সৃষ্টি হয়। মনে করুন, রহিম ট্রেডার্সের নিকট ১৫০০০ টাকার পণ্য বাকিতে বিক্রয় করা হল। এক্ষেত্রে যদি আমরা জাবেদা করি তাহলে হবে, প্রাপ্য হিসাব হিসাব বা রহিম ট্রেডার্স হিসাব,,,,  ডেবিট । আর বিক্রয় হিসাব,,,,,,,  ক্রেডিট  । সাধারণত প্রাপ্য হিসাব সর্বদাই উদ্ধৃত্ত পত্রে ডেবিট দিকে সম্পদ কলামে দেখাতে হবে প্রাপ্য হিসাব হতে যদি অনাদায়ী হিসাব বা সঞ্ছিতি বাদ দিতে হবে।  Accounting   

স্প্যামিং কি? What is spamming?

   ই-মেইল একাউন্টে প্রায়ই কিছু কিছু অচেনা ও অপ্রয়োজনীয় ই-মেইল পাওয়া যায় যা আমাদের বিরক্তি ঘটায়। এই ধরণের ই-মেইলকে সাধারণত স্প্যাম মেইল বলে। যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট কোন একটি ইমেইল অ্যাড্রেসে শতশত এমনকি লক্ষ লক্ষ মেইল প্রেরণের মাধ্যমে সার্ভারকে ব্যস্ত বা সার্ভারের পারফর্মেন্সের ক্ষতি করে বা মেমোরি দখল করে, তখন এই পদ্ধতিকে স্প্যামিং বলে।এছাড়া মোবাইলের সিমে আসা অপ্রয়োজনীয় মেসেজ গুলোকেও স্প্যামিং বলা হয়।মোট কথা অচেনা বা অপ্রয়োজনীয় মেসেজ গুলোই স্প্যামিং নামে পরিচিত।             Spamming    

অপারেটিং সিস্টেম কাকে বলে?অপারেটিং সিস্টেম এর গুরুত্ব

  অপারেটিং সিস্টেম : →সাধারণত  অপারেটিং সিস্টেম বলতে হার্ডওয়্যার ও সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো প্রোগ্রামের সমষ্টিকে বোঝায়। →ব্যাপক অর্থে,অপারেটিং সিস্টেম পরিচালনা পদ্ধতি বলতে কম্পিউটার কে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ, পরিচালনা, তত্ত্বাবধান,পর্যবেক্ষণ ও সমন্বয় করার জন্য যে সমস্ত প্রোগ্রাম ব্যবহৃত হয় তাদেরকে একত্রে অপারেটিং সিস্টেম বলে। →অপারেটিং সিস্টেমকে সংক্ষেপে OS বলা হয়। আরও পড়ুনঃ চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম কাকে বলে?গ্রাফিকাল ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেমের গুরুত্ব : ১.ইনপুট ও আউটপুট যন্ত্রপাতির নিয়ন্ত্রণ গ্রহণ।  ২.হার্ডওয়্যার এর ভুল ত্রুটি নির্ণয় ও পর্দায় বার্তা প্রদান।  ৩.অপারেটর এর নির্দেশ গ্রহণ করে তা বিশ্লেষণ ও সম্পাদন। ৪.নিরাপত্তা বিধানের জন্য পাসওয়ার্ড ব্যবহারের সুবিধা প্রদান।  ৫.ব্যবহারিক প্রোগ্রামের ত্রুটি নির্ণয়পূর্বক তা ব্যবহার উপযোগী করা। বিস্তারিত দেখতে পারেন এখানে

USB বাস কি।।USB বাসের সুবিধাসমূহ

  USB এর পূর্ণরুপ হলো Universal Serial Bus . ১৯৯৮ সাল থেকে ইন্টেল মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি কম্পিউটারগুলোতে এই বাস ব্যবহার করা হচ্ছে।এই বাস দিয়ে সিরিয়াল পদ্ধতিতে ডেটা চলাচল করে। USB বাস অন্যান্য বাসের তুলনায় কম গতিতে তথ্য আদান-প্রদান করতে পারে কিন্তু এটি প্রচলিত সিরিয়াল বাসের তুলনায় অনেকটা উন্নত।  USB বাসে সুবিধাসমূহ :- 1.এই বাসের মধ্য দিয়ে একই গতিতে ডেটা চলাচল করে। ফলে যেসব ডিভাইসের মধ্যে একই গতিতে ডেটা চলাচলের প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে এ ধরনের বাস ব্যবহার করা সুবিধাজনক।  2.এই বাসে একসাথে অনেকগুলো যন্ত্রের সংযোগ প্রদান করা যায়।  3.  USB বাস পেরিফেরাল যন্ত্রগুলো হতে CPU তে দ্রুত গতিতে ডেটা আদান-প্রদান করতে সহায়তা করে থাকে।

পরিস্থিতি বোঝাতে সহজ কিছু বাক্য

প্রফুল্লকর একটি মুহূর্ত! What a cheerful moment! কি দারুন! যেমন সৌন্দর্য! Wow! Such beauty! বিস্ময়কর ব্যাপার! Wonderful thing! কি একটি অত্যন্ত বিরাট অভিজ্ঞতা! What an exceptionally great experience! বিগত সময়ে আমরা সফলতা অর্জন করতে পেরেছে! At last we are successful! নির্মেঘ কি একটি মুহূর্ত! What a serene moment! যেমন শান্তি ও কন্টেন্ট . Such peace and content.  কি শক্ত একটি সময় ! What a tough time is! এই পরিস্থিতি থেকে বেরিয়ে আমাদের জামিন করুন. Please bail us out of this situation. প্রভু আমাদের রক্ষা করুন! May God save us! তারাতারি কর! Hurry Up! আমাদের রক্ষা কর! Save us! সাহায্য! Help! অগ্নি আছে, দেখুন! Watch out, there is fire! ভয়ঙ্কর কি একটি দিন! What a dreadful day! জীবন দু: খ পূর্ণ. Life is full of sorrow. যেমন দু: খের বিষয়! Such pity! একটি ভয়ানক ভুল যেমন! Such a terrible mistake! হায়রে! আমি এই কাজ না হতো, তাহলে! Alas! If I had not done this!

Etiquette and manner/ শিষ্টাচার বুঝাতে

আমি দুঃখিত. Sorry: I am sorry. আমরা আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাই. Thank you: We sincerely thank you. আমাদের আবাসে স্বাগতম. Welcome: Welcome to our abode. কোনো ব্যাপার নয়! এটা আমার দায়িত্ব ছিল. Mention not: Mention not! It was my duty. ইটা নিশ্চয়ই ভালো. Of course: This is of course fine. ক্ষমা করবেন, আমি শীঘ্রই ফিরে আসব. Excuse me: Excuse me, I shall be back soon. আমাকে সাহায্য করুন! Please: Please help me! আমি আমার সেবা নিবেদন করতে পারি? May I: May I offer my services? আমাকে দয়া করে ক্ষমা করে দিন. Beg your pardon: I beg your pardon please. কোন সমস্যা নেই, দয়া করে এগিয়ে যান. No problem: No problem, please proceed. হাঁ! সেটা ঠিক আছে. Yep: Yep! That's fine. নাঃ! তা ঠিক নয়. Nope: Nope! That's not fine. আপনি কি আমাকে আপনার কলম দিতে পারবেন? Do you mind?: Do you mind giving me your pen? আপনি আমাকে এই বিষয়ে পরামর্শ করতে পারেন? Could you?: Could you suggest me on this issue? সম্ভবত আমি কিছু করতে পারি. Perhaps: Perhaps I can do something. আশা করি সে এটা পছন্দ করবে. Hope: Hope ...

Some regular Expressions/অভিব্যক্তি প্রকাশ করতে

হে প্রভু! আমাকে সাহায্য কর! O Lord! Help me! হায় যদি আমি তার সাথে দেখা করতে পারতাম! Alas! If I could meet her! হ্যালো প্রিয়া! Hello Sweetheart! সুদিন সর্বস্বান্ত হয়েছে! Gone are the good old days! হাই! আমি কি তোমার নাম জানতে পারি? Hi! Can I know your name please? দূরে যাও তুমি শয়তান! Go away you devil! কি লজ্জা! What a shame! কেমন একটি সুন্দর দিন! What a lovely day! আপনি কিভাবে এমন মনে করতে পারেন! How can you even think so! চলে যাও! Be gone! আপনার কি মাথা খারাপ হয়ে গেছে! Are you out of your mind! কেমন তুচ্ছ শব্দ! Such wretched words! আমি আপনাকে সমবেদনা জানাই! I pity you! প্রভুকে ধন্যবাদ যে আপনি তাড়াতাড়ি বাড়িতে এসে হাজির! Thank God that you came home early! আপনি কতটা অকরূণ! How unkind of you! তোমার মুখ সামলাও! Mind your language! বাঃ! কি সুন্দর! Wow! Such a delight! নিজের আচরণ ঠিক কর! Better behave yourself! কতখানি একটি আনন্দদায়ক গল্প! Such a delightful story!

৩৯ তম বিসিএস প্রিলিমিনিয়ারি প্রশ্ন সমাধান

১. যদি ৯×৭= ৩৫৪৫ হয়, ৪×৩=১৫২০ হয় তবে ৬×৮= হবে- ৪০৩০ ২. ট্রাম্প কিম বৈঠক সিঙ্গাপুরের কোথায় হয়-সান্তোসা দ্বীপে ৩. লেফটেন্যান্ট এর সঠিক বানান- Lieutenant ৪. Government by richest class- Aristocracy ৫. বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?- প্রাতিপাদিক ৬. Correct spelling- Schizophrenia ৭. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুমৃত্যু হার কমানোর কারণে যে পুরস্কার পান- এমডিজি অ্যাওয়ার্ড ২০১০ ৮. একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রি করায় ১০% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয়মূল্য কত?-২০০ টাকা ৯. C={x:x ঋণাত্মক পুর্ণসংখ্যা এবং X^2<18 } C সেটের উপাদানগুলো হলো- 1,2,3,4 ১০. .4×.02× .08= 0.00064 ১১. ন্যাটোর সর্বশেষ সদস্য- মন্টিনিগ্রো ( ন্যাটো এর বর্তমান সদস্য দেশ – ২৯ টি) ১২. রাজনীতিতে জিরোসাম গেম কোন ভাবের সাথে যুক্ত- গঠনবাদ ১৩. Cricket is a kind of game and also a name of- insect ১৪. মায়া সভ্যতা বিরাজমান ছিল- মধ্য আমেরিকার ১৫. To be, or not to be”– is a quotation of- Hamlet ১৬. Complete the sentence- Had I known you were waiting outside, I…..= would have invited you to come in. ১৭. তাম্বুলিক শব্দের সমার্থক...

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

মানব সম্পদ  ব্যবস্থাপনা  কথাটি ব্যবহৃত  হয় একটি প্রতিষ্ঠানের  অভ্যন্তরে  জনসম্পদের আনুষ্ঠানিক  ব্যবস্থাপনাকে বোঝাতে।মূলত মানব সম্পদ ব্যবস্থাপনার উদ্দেশ্য  হলো  প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদেরকে যথাযথ ব্যবহারের  মাধ্যমে  উৎপাদন বৃদ্ধি  করা।মানবসম্পদ ব্যবস্থাপনাই একটি প্রতিষ্ঠানের  মূল চালিকাশক্তি।  তাই এই সম্পদ বাছাই,নিয়োগ , প্রশিক্ষণ ও উন্নয়ন, বেতন ও মজুরি  কাঠামো  নির্ধারণ  ইত্যাদি  বিভিন্ন  সুযোগ-সুবিধা  প্রদানের  জন্য যে ব্যবস্থাপনা  প্রক্রিয়া  অনুসরণ করা হয় তাকে মানবসম্পদ ব্যবস্থাপনা  বলা হয়।   মানবসম্পদ  ব্যবস্থাপনা  সম্পর্কে  বিভিন্ন  লেখকগণ বিভিন্ন  সংজ্ঞা দিয়েছেন:-  “Human resource management is the set of organisational activities directed at attracting, developing and maintaining an effective workforce. ”  –R.W. Griffin         2 .“কর্মী নির্বাচন, বাছাই, প্রশিক্ষণ, পুরস্কার এবং মূল্যায়নের জন্য কতগুলো নী...

Null set(∅) is a subset of every set - prove it.

 Empty /Null  Set is called the subset of every set,it can be proved  clearly with an example.  • Let,A is a set: A={a,b,c,d}               ∅={} Null set Now, if Null  Set  (∅) is not the sub-set of Set-A; then there must be an element in ∅ which does not belong to set-A But,it is true that there is not a single element in ∅. That is why ∅ is the subset of A-set. Because,a set would not be the subset of an other set in this condition, there must be a different element in that Set . In this way for all sets it can be proved that Null set (∅) is a subset of every set.

Set and It's Elements

 A  set is a group or collection of objects or numbers, considered as an entity  up to itself. Set can be defined  as follows:       •  “A  set is any collection of well-defined and well-distinguished objects. ”       •  “A  set is any collection of objects such that given an object,it is possible to determine whether that object belongs to the given collection or not.” Sets are usually  symbolized by upper case letter,such as A,B,C,X,Y,Z etc. Each object or number in a set is called a member or element of the set. Elements of sets are usually symbolized by lower case letter, such as a,b,c,p,q,r,x,y,z etc.

মূলধন কাকে বলে?।। What is capital?

 • সাধারণত মূলধন বলতে আমরা ব্যবসায় নিয়োজিত টাকা পয়সাকে বুঝি।কিন্তু অর্থনীতিতে মূলধন একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়।অর্থাৎ , মানুষের শ্রম দ্বারা উৎপাদিত দ্রব্যের যে অংশ সরাসরি ভোগের উদ্দেশ্যে ব্যবহার না হয়ে পুনরায় উৎপাদন কার্যে ব্যবহৃত হয়, তাকে মূলধন বলে। • বিভিন্ন অর্থনীতিবিদগণ বিভিন্নভাবে মূলধন এর সঙ্গা দিয়েছেন।যথাঃ- • “Capital is the Produced means of production.” অর্থাৎ, মূলধন হলো উৎপাদন এর উৎপাদিত উপাদান।  –Bohm Bawarck • “যে সমস্ত সম্পদ কোন আয় সৃষ্টি করে অথবা আয় উপার্জন সহায়তা করে তাকে মূলধন বলে।” –চ্যাপম্যান • উপরের সঙ্গাসমূহ বিশ্লেষণ করে বলা যায়,প্রাকৃতিক সম্পদের উপর শ্রম ও উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে যেসব দ্রব্যসামগ্রী উৎপাদন করা হয় এবং পুনরায় যেগুলো অতিরিক্ত আয় সৃষ্টির কাজে ব্যবহৃত হয়, সেগুলো মূলধন বলে।  যেমন: কলকারখানা, স্থায়ী যন্ত্রপাতি, কাঁচামাল  ইত্যাদি।  • গাণিতিকভাবে এর ব্যাখ্যা হলো:- K=f(Y,C,P) dK/dY>0, dK/dP>0,dK/dC<0 এখানে, K= মূলধন  Y=আয় P=দামস্তর C=ভোগ F=অপেক্ষক। অর্থাৎ, মূলধনের সাথে আয় এবং দামস্তরের সরাসরি কিনু মূলধনের স...

যেসব শব্দের শেষে S যুক্ত করলে ভিন্ন অর্থ প্রকাশ পায়।

ইংরেজি কিছু  Word  আছে যাদের পরে শুধু S যোগ করলে এদের অর্থ সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। ★Advice (উপদেশ) Advices (সংবাদ) ★ Time (সময়) - Times (বার) ★ New (নতুন) - News(খবর) ★ Food (খাদ্য) - Foods (খাবারের তালিকা) ★Wood (কাঠ) - Woods (বন ) ★ Good ( ভালো) - Goods (পন্য) ★ Crop (শস্য) – Crops (শস্যের প্রকারভেদ) ★ Manner ( পদ্ধতি) - Manners ( আচার-আচরণ ) ★ Custom (প্রথা) - Customs (শুল্ক) ★ Return (ফিরে দেখা) – Returns ( বিবরণী) ★ Colour (রঙ) – Colours ( পতাকা) ★ Iron (লোহা) - Irons (লোহার শিকল) ★Sand (বালু) - Sands ( মরুভূমি) ★Arm ( বাহু) - Arms (অস্ত্র) ★ Corn (ভূট্টা) – Corns (পায়ের শিকল) ★ Water (পানি) – Waters (জলাশয়) ★ Beside (পাশে / নিকটে) - Besides (অধিকন্তু / তাছাড়া) ★ Corps (সৈন্যদল) - Corpse (মৃতদেহ) ★Sometime (একদা) - Sometimes (কখনও কখনও)

গুরুত্বপূর্ণ কিছু পূর্ণরুপ

★ IQ এর পূর্ণরুপ = Inteligence Quoteint ★ I C U এর পূর্ণরুপ= Intensive Care Unit ★ P T O এর পূূর্ণ  রূপ = Please Turn Over ★ OK এর পূূর্ণ  রূপ = Objection killed ★ C.E.O. এর পূূর্ণ  রূপ =Cheif Executive Officer ★ CGPA এর পূূর্ণ  রূপ =Cumulative GPA ★ Md এর পূূর্ণ  রূপ =Doctor of Medicine/Managing director. ★ GM এর পূর্ণ  রূপ =Genarel manegar. ★ Rab এর পূূর্ণ  রূপ =Rapid action batalion ★ B G B এর পূর্ণরুপ =Border guard of Bangladesh ★ BDR এর পূর্ণ  রূপ =Bangladesh rifels _______________________________________________ ● Dr. এর পূর্ণরুপ  — Doctor. ● Mr. এর পূর্ণরুপ  — Mister. ● Mrs. এর পূর্ণরুপ  — Mistress. ● Miss এর পূর্ণরুপ  — used before unmarried girls. ● M.P. এর পূর্ণরুপ  — Member of Parliament. ● M.L.A. এর পূর্ণরুপ  — Member of Legislative Assembly. ● M.L.C এর পূর্ণরুপ  — Member of Legislative Council. ● P.M. এর পূর্ণরুপ  — Prime Minister. ● V.P এর পূর্ণরুপ  — Vice President./ Vice Principal. ● V.C...

জিএনপি এর উপাদানসমূহ(Components of GNP)

GNP কে দুটি দিক থেকে হিসাব করা যায়। যথাঃ- ১)  আয়ের দিক থেকে এবং ২)   ব্যয়ের দিক থেকে৷  ✰ আয়ের দিক থেকে    GNP    হলো উৎপাদন কাজে নিয়োজিত বিভিন্ন উপকরণের অর্জিত আয়ের যোগফল। অর্থাৎ, GNP=R+w+r+π           এখানে,     R = খাজনা                       w= মজুরি                     r= সুদের হার                     π= মুনাফা। ✰ ব্যয়ের দিক থেকে GNP    হলো  বিভিন্ন ধরনের  ব্যয়ের সমষ্টি  । যথাঃ  --    (ক)   দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে    GNP=C+I  (খ) তিন খাত বিশিষ্ট  অর্থনীতিতে  GNP=C+I+G (গ) চার খাত বিশিষ্ট অর্থনীতিতে   GNP=C+I+G+X n   এখানে,  X n  = X–M এখানে নীট রপ্তানি   অর্থাৎ,রপ্তানি থেকে  আমদানি  বাদ দেয়া হয়। C= ভোগ  ব্যয়  I...

Assignment cover page design

Image

ভোগ অপেক্ষক বা ভোগ প্রবণতা কাকে বলে?

 অর্থনীতির অন্যান্য অবস্থা (যেমন- রুচি,পছন্দ, অভ্যাস, পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি) অপরিবর্তিত থাকলে ভোগ শুধুমাত্র আয়ের উপর নির্ভরশীল। আয় বাড়লে ভোগব্যয় বাড়ে,আয় কমলে ভোগব্যয় কমে।  অর্থাৎ, আয়ের সাথে ভোগব্যয়ের এই ধনাত্মক বা সরাসরি সম্পর্ককে বলা হয় ভোগ অপেক্ষক বা ভোগ প্রবণতা ।    যেমন-                  C=f(y) এখানে,  C=ভোগব্যয়,  f=অপেক্ষক, y=জাতীয় আয়। তবে, ভোগব্যায় মূলত নির্ভর করে ব্যয়যোগ্য আয়ের উপর।      অর্থাৎ ,  C=  f(Y d )             ⇨C=f(Y–T) এখানে, T=কর  ভোগ অপেক্ষক প্রধানত দুই প্রকার। যথাঃ ২ । স্বল্পকালীন ভোগ অপেক্ষক, C=a+bY   এখানে, a=ভোগরেখার ছেদক বা স্বয়ম্ভূত ভোগ এবং  b=   প্রান্তিক ভোগ প্রবণতা বা ভোগ ফাংশনের ঢাল। ২।  দীর্ঘকালীন ভোগ অপেক্ষক,  C=bY  এখানে, b= প্রান্তিক ভোগ প্রবণতা।