কম্পিউটার বাস কি। কম্পিউটার বাস এর শ্রেণীবিভাগ। কম্পিউটার বাস এর বৈশিষ্ট্য
কম্পিউটার বাস কম্পিউটারে হার্ডওয়্যারগত যোগাযোগ রক্ষার জন্য এক ধরনের ধাতব বিদ্যুৎ পরিবাহী লাইন বা তারকে বলা হয় বাস।অর্থাৎ বাস হচ্ছে একগুচ্ছ তার যার মধ্যে দিয়ে ডিজিটাল সংকেত ১বা ০ চলাচল করতে পারে। বাসের সাথে সংযোগকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে মাইক্রোপ্রসেসর বা সিপিইউ, ডিস্ক ড্রাইভ কন্ট্রোলার, মেমোরি, ইনপুট/ অউটপুট ডিভাইস ইত্যাদি।মেমোরি থেকে প্রসেসর,প্রসেসর থেকে মেমোরিতে,ইনপুট/আউটপুট ডিভাইস এবং অন্যান্য অংশে বাসের মাধ্যমে ডিজিটাল সংকেত চলাচল করতে পারে না। একটি বাসের ক্ষমতা বা প্রশস্থাতা নির্ভর করে ঐ বাসের ভিতর দিয়ে একক সময়ে কতগুলো বিট চলাচল করতে পারে।১৬বিটের ডেটাবাস মানে হলো ঐ বাসের ভিতর দিয়ে একক সময়ে ১৬টি বিট চলাচল করতে পারে। বাসের প্রশস্থতা যত বেশি হবে কম্পিউটার ডেটা তত দ্রুত চলাচল করতে পারবে।আবার ৮বিটের ডেটাবাস ঐ বাসের ভিতর দিয়ে একক সময়ে ৮টি বিট চলাচল করতে পারে। অর্থাৎ একটি ৮বিট প্রসেসরের বাস সংগঠন ও কর্মক্ষমতা অবশ্যই একটি ১৬বিটের মাইক্রোপ্রসেসরের তুলনায় দুর্বল। তেমনি ১৬ বিটের প্রসেসর এর তুলনায় ৩২ বিটের প্রসেসর বাস সংগঠন ও কার্যক্ষমতা অনেক বেশি। কম্পিউটার বাসের ব...