মূলধন কাকে বলে?।। What is capital?
• সাধারণত মূলধন বলতে আমরা ব্যবসায় নিয়োজিত টাকা পয়সাকে বুঝি।কিন্তু অর্থনীতিতে মূলধন একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়।অর্থাৎ , মানুষের শ্রম দ্বারা উৎপাদিত দ্রব্যের যে অংশ সরাসরি ভোগের উদ্দেশ্যে ব্যবহার না হয়ে পুনরায় উৎপাদন কার্যে ব্যবহৃত হয়, তাকে মূলধন বলে।
• বিভিন্ন অর্থনীতিবিদগণ বিভিন্নভাবে মূলধন এর সঙ্গা দিয়েছেন।যথাঃ-
• “Capital is the Produced means of production.”অর্থাৎ, মূলধন হলো উৎপাদন এর উৎপাদিত উপাদান।
–Bohm Bawarck
• “যে সমস্ত সম্পদ কোন আয় সৃষ্টি করে অথবা আয় উপার্জন সহায়তা করে তাকে মূলধন বলে।”
–চ্যাপম্যান
• উপরের সঙ্গাসমূহ বিশ্লেষণ করে বলা যায়,প্রাকৃতিক সম্পদের উপর শ্রম ও উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে যেসব দ্রব্যসামগ্রী উৎপাদন করা হয় এবং পুনরায় যেগুলো অতিরিক্ত আয় সৃষ্টির কাজে ব্যবহৃত হয়, সেগুলো মূলধন বলে।
যেমন: কলকারখানা, স্থায়ী যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি।
• গাণিতিকভাবে এর ব্যাখ্যা হলো:-
K=f(Y,C,P)
dK/dY>0, dK/dP>0,dK/dC<0
এখানে, K= মূলধন
Y=আয়
P=দামস্তর
C=ভোগ
F=অপেক্ষক।
অর্থাৎ, মূলধনের সাথে আয় এবং দামস্তরের সরাসরি কিনু মূলধনের সাথে ভোগের সম্পর্ক বিপরীত। মূলধন হিসাব
Comments
Post a Comment