গুরুত্বপূর্ণ বাগধারা
পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা। ১. খাঞ্জা খাঁ - নবাবী চালচলন, দিলদরিয়া ভাব। ২. খর দজ্জাল - প্রচণ্ড অত্যাচারী ৩. কুরুক্ষেত্র কাণ্ড - ভীষণ ঝগড়াঝাটি ৪. কালনেমির লঙ্কাভাগ - মাত্রাতিরিক্ত আশা করে নিরাশ হওয়া ৫. শাঁখের করাত - উভয় শঙ্কট ৬. শাপে বর - অনিষ্টের মধ্যে ইষ্ট লাভ ৭. শিখণ্ডী খাড়া করা - অাড়াল থেকে অন্যায় কাজ করা ৮. শিবরাত্রির সলতে - একমাত্র সন্তান বা বংশধর ৯. শ্যাম রাখি না কুল রাখি - দোটানায় পড়া ১০. পিপুফিশু - বড় কুঁড়ে বা অতিরিক্ত অলস। ১১. মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন - প্রাণপণে সংকল্প সিদ্ধ করা ১২.ন ভূতং ন ভবিষ্যতি - অভূতপূর্ব ১৩. হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী - নির্বোধের দৃষ্টান্ত ১৪. পর্বতের মূষিক প্রসব - বিরাট আড়ম্বরের তুচ্ছ পরিণতি ১৫. নাল্পে সুখমস্তি - অল্পবস্তুতে সুখ নেই ১৬. ধনুর্ভঙ্গ পণ - অতি কঠোর ও সাংঘাতিক প্রতিজ্ঞা ১৭. ধর লক্ষণ - পরিপূর্ণভাবে পরিষ্কার নির্দেশ ছাড়া কোন কাজে হাত দেয়না এমন ১৮. ধুন্ধুমার কাণ্ড - তুমুল কাণ্ড, প্রচণ্ড কোলাহল ১৯. নারাণাং মাতুলক্রম - মানুষ মাতুল বা মামার অনুসরণকারী ২০. পাততাড়ি গুটানো - পালিয়ে যাওয়া, চম্পট দেয়া, কাজ সেরে চলে যাওয়া ...