Posts

Showing posts with the label অনার্স ২য় বর্ষ

অংশীদারি ব্যবসায় কি। dainikbidda.blogpost

  অংশীদারি আইন, ১৯৩২ The Partnership Act,1932 ১।অংশীদারি ব্যবসায় বলতে কি বুঝায়? উঃ বাংলাদেশে প্রচলিত ১৯৩২সালের অংশীদারি আইন এর ৪ধারা অনুযায়ী,  সকলের দ্বারা অথবা সকলের পক্ষে যেকোনো একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে ব্যক্তিবর্গের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্ককে অংশীদারি ব্যবসায় বলে। ২।অংশীদারি কারবারের মূলভিত্তি কী? উঃ অংশীদারি কারবারের মূলভিত্তি হলো চুক্তি।  ৩।সাধারণ অংশীদারির সর্বনিম্ন ও সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? উঃ সর্বনিম্ন সদস্য সংখ্যা ২জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা ২০জন। ৪।ব্যাংকিং অংশীদারির সর্বনিম্ন ও সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?  উঃ সর্বনিম্ন সদস্য সংখ্যা ২জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা ১০ জন। ৫।অংশীদারগণের অধিকার ও দায় কিভাবে নির্ধারিত হয়? উঃ ১১(১) ধারা অনুযায়ী, অংশীদারগণের মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে তাদের অধিকার ও দায় নির্ধারিত হয়।  ৬।অংশীদারি কারবারের লাভ-লোকসান কিভাবে বন্টিত হয়? উঃ অংশীদারি কারবারের লাভ-লোকসান  সকল অংশীদারই সমান অনুপাত ভোগ করবেন।[১৩(খ)ধারা]  ৭।কোনো অংশীদার ঋণ হিসেবে অর্থ প্রদানের জন্য ক...