জিএনপি এর উপাদানসমূহ(Components of GNP)
GNP কে দুটি দিক থেকে হিসাব করা যায়। যথাঃ-
১) আয়ের দিক থেকে এবং
২) ব্যয়ের দিক থেকে৷
✰ আয়ের দিক থেকে GNP হলো উৎপাদন কাজে নিয়োজিত বিভিন্ন উপকরণের অর্জিত আয়ের যোগফল।
অর্থাৎ, GNP=R+w+r+π
এখানে, R =খাজনা
w= মজুরি
r= সুদের হার
π= মুনাফা।
✰ ব্যয়ের দিক থেকে GNP হলো বিভিন্ন ধরনের ব্যয়ের সমষ্টি । যথাঃ --
(ক) দুই খাত বিশিষ্ট অর্থনীতিতে GNP=C+I
(খ) তিন খাত বিশিষ্ট অর্থনীতিতে GNP=C+I+G
(গ) চার খাত বিশিষ্ট অর্থনীতিতে GNP=C+I+G+Xn
এখানে, Xn =X–M এখানে নীট রপ্তানি অর্থাৎ,রপ্তানি থেকে
আমদানি বাদ দেয়া হয়।
C= ভোগ ব্যয়
I= বিনিয়োগ ব্যয়
G= সরকারি ব্যয়
X=রপ্তানি
M=আমদানি
Comments
Post a Comment