স্প্যামিং কি? What is spamming?

  ই-মেইল একাউন্টে প্রায়ই কিছু কিছু অচেনা ও অপ্রয়োজনীয় ই-মেইল পাওয়া যায় যা আমাদের বিরক্তি ঘটায়। এই ধরণের ই-মেইলকে সাধারণত স্প্যাম মেইল বলে। যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট কোন একটি ইমেইল অ্যাড্রেসে শতশত এমনকি লক্ষ লক্ষ মেইল প্রেরণের মাধ্যমে সার্ভারকে ব্যস্ত বা সার্ভারের পারফর্মেন্সের ক্ষতি করে বা মেমোরি দখল করে, তখন এই পদ্ধতিকে স্প্যামিং বলে।এছাড়া মোবাইলের সিমে আসা অপ্রয়োজনীয় মেসেজ গুলোকেও স্প্যামিং বলা হয়।মোট কথা অচেনা বা অপ্রয়োজনীয় মেসেজ গুলোই স্প্যামিং নামে পরিচিত।           Spamming    

Comments

Popular posts from this blog

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

মূল্য সংযোজন করের প্রকারভেদ। মূল্য সংযোজন করের সুবিধা