কম্পিউটার ব্যবহারের অসুবিধা বা সমস্যা

 কম্পিউটার ব্যবহারের অসুবিধা    

আমরা জানি কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।কম্পিউটারের বেশ কিছু সুবিধা রয়েছে যার ফলে স্বল্প সময়ে আমরা অনেক কাজ,দ্রুত এর নির্ভুলভাবে করে নিতে সক্ষম হচ্ছি।যে কাজটি হাতে করতে অনেক পরিশ্রম বা অনেক সময় ব্যয় হচ্ছে সে কাজটি কম্পিউটার এর মাধ্যমে করলে খুব কম সময়ের মধ্যেই ফলাফল পাওয়া সম্ভব হচ্ছে।কম্পিউটার ব্যবহার করে আমাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে।উন্নত দেশগুলো কম্পিউটার ব্যবহার করে উন্নতভাবে যোগাযোগ সম্পাদক করছে।আমাদের দেশেও অনলাইন ভিত্তিক কাজগুলো, ই-কমার্স বা অনলাইন ব্যবসা, অফিসের মিটিং, অফিসের তথ্য সংরক্ষণ ছাড়াও যাবতীয় বিনোদন, অডিও -ভিডিও,গেইম ইত্যাদি কম্পিউটার এর মাধ্যমে পাওয়া যায় খুব সহজেই।অর্থাৎ, কম্পিউটার শুধু তথ্যই সংরক্ষণ করেনা।সাধারণ কাজগুলোর জন্য কম্পিউটার এ খুব বেশি দক্ষতার প্রয়োজন হয়না।তবে অফিসিয়াল বা বড় ধরনের কাজের জন্য দক্ষতার প্রয়োজন হয়।


উপরে আমরা কম্পিউটার এর সুবিধা সম্পর্কে জানলাম। তবে কম্পিউটার এর বেশ কিছু অসুবিধাও রয়েছে।নিচে এগুলো আলোচনা করা হলো:-

1. চিন্তাশক্তির অভাব 

কম্পিউটার এর নিজস্ব কোনো চিন্তাশক্তি নেই।এটি মানুষের চিন্তাশক্তি দ্বারা পরিচালিত। এজন্য কম্পিউটার নিজ থেকে কোনো সমস্যা সমাধান করতে পারেনা।

2. স্মৃতিতে সংরক্ষিত প্রোগ্রাম দ্বারা পরিচালিত 

কম্পিউটার তার স্মৃতিতে সংরক্ষিত প্রোগ্রাম দ্বারা পরিচালিত হয় কিন্ত মানুষ তার নিজস্ব চিন্তাশক্তির দ্বারা পরিচালিত হয়। 

3. মানুষের নির্দেশ দ্বারা চালিত 

কম্পিউটার মানুষের নির্দেশ দ্বারা চালিত হয়।কম্পিউটার নিজের থেকে চলতে পারেনা।

4. দিক পরিবর্তন 

কম্পিউটার কাজের সময় নিজের থেকে দিক পরিবর্তন করতে পারে না,যতক্ষন পর্যন্ত না তাকে দিক পরিবর্তন এর নির্দেশ দেয়া হয়।

5. গতির সীমাবদ্ধতা

কম্পিউটার এর কাজের গতির সীমাবদ্ধতা রয়েছে। কম্পিউটার এর কাজের গতি বাড়ানোর জন্য গবেষণা চলছে। 



Comments

Popular posts from this blog

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মূলধন কাকে বলে?।। What is capital?