অপারেটিং সিস্টেম কাকে বলে?অপারেটিং সিস্টেম এর গুরুত্ব

 অপারেটিং সিস্টেম :

→সাধারণত অপারেটিং সিস্টেম বলতে হার্ডওয়্যার ও সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো প্রোগ্রামের সমষ্টিকে বোঝায়।

→ব্যাপক অর্থে,অপারেটিং সিস্টেম পরিচালনা পদ্ধতি বলতে কম্পিউটার কে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ, পরিচালনা, তত্ত্বাবধান,পর্যবেক্ষণ ও সমন্বয় করার জন্য যে সমস্ত প্রোগ্রাম ব্যবহৃত হয় তাদেরকে একত্রে অপারেটিং সিস্টেম বলে।

→অপারেটিং সিস্টেমকে সংক্ষেপে OS বলা হয়।


আরও পড়ুনঃ

চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম কাকে বলে?গ্রাফিকাল ইউজার ইন্টারফেস


অপারেটিং সিস্টেমের গুরুত্ব :

১.ইনপুট ও আউটপুট যন্ত্রপাতির নিয়ন্ত্রণ গ্রহণ। 

২.হার্ডওয়্যার এর ভুল ত্রুটি নির্ণয় ও পর্দায় বার্তা প্রদান। 

৩.অপারেটর এর নির্দেশ গ্রহণ করে তা বিশ্লেষণ ও সম্পাদন।

৪.নিরাপত্তা বিধানের জন্য পাসওয়ার্ড ব্যবহারের সুবিধা প্রদান। 

৫.ব্যবহারিক প্রোগ্রামের ত্রুটি নির্ণয়পূর্বক তা ব্যবহার উপযোগী করা।


Comments

Popular posts from this blog

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মূলধন কাকে বলে?।। What is capital?