অপারেটিং সিস্টেম কাকে বলে?অপারেটিং সিস্টেম এর গুরুত্ব
অপারেটিং সিস্টেম :
→সাধারণত অপারেটিং সিস্টেম বলতে হার্ডওয়্যার ও সফটওয়্যারকে নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো প্রোগ্রামের সমষ্টিকে বোঝায়।
→ব্যাপক অর্থে,অপারেটিং সিস্টেম পরিচালনা পদ্ধতি বলতে কম্পিউটার কে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ, পরিচালনা, তত্ত্বাবধান,পর্যবেক্ষণ ও সমন্বয় করার জন্য যে সমস্ত প্রোগ্রাম ব্যবহৃত হয় তাদেরকে একত্রে অপারেটিং সিস্টেম বলে।
→অপারেটিং সিস্টেমকে সংক্ষেপে OS বলা হয়।
আরও পড়ুনঃ
চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম কাকে বলে?গ্রাফিকাল ইউজার ইন্টারফেস
অপারেটিং সিস্টেমের গুরুত্ব :
১.ইনপুট ও আউটপুট যন্ত্রপাতির নিয়ন্ত্রণ গ্রহণ।
২.হার্ডওয়্যার এর ভুল ত্রুটি নির্ণয় ও পর্দায় বার্তা প্রদান।
৩.অপারেটর এর নির্দেশ গ্রহণ করে তা বিশ্লেষণ ও সম্পাদন।
৪.নিরাপত্তা বিধানের জন্য পাসওয়ার্ড ব্যবহারের সুবিধা প্রদান।
৫.ব্যবহারিক প্রোগ্রামের ত্রুটি নির্ণয়পূর্বক তা ব্যবহার উপযোগী করা।
Comments
Post a Comment