Posts

Showing posts with the label মূল্য সংযোজন কর

মূল্য সংযোজন করের প্রকারভেদ। মূল্য সংযোজন করের সুবিধা

  মূল্য সংযোজন কর চার প্রকার যথা : ১।  মূল্য সংযোজন কর (VAT)  ২। টার্নওভার কর (Turn over Tax) ৩।সম্পূরক কর(Supplementary duty) ৪।অগ্রিম কর(advanced duty) ১। মূল্য সংযোজন কর (VAT): উৎপাদনকারি, সেবাপ্রদানকারি, বা আমদানি কারক যাদের বার্ষিক বিক্রয় ৩ কোটি টাকা বা তার অধিক তারা মূল্য সংযোজনের উপর ১৫% হারে মূসক বা  VAT প্রদান করবে। ২। টার্নওভার কর (Turn over Tax ): যে সব প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার (বিক্রয়) ৫০ লক্ষ টাকা হতে ৩ কোটি টাকার কম তারা মূসক এর পরিবর্তে ৪% হারে টার্নওভার কর প্রদান করবে।[ধারা-৬৩] ৩। সম্পূরক কর (Supplimentary Duty ) :সরকার কিছু বিলাস সামগ্রীর আমদানি ও ব্যবহারকে নিরুৎসাহিত করার লক্ষ্যে এসব পণ্যের উপর মূসক ছাড়াও অতিরিক্ত সম্পূরক শুল্ক ধার্য করে অবশ্য বিভিন্ন পণ্যের ক্ষেত্রে সম্পূরক শুল্কের হারও ভিন্ন ভিন্ন হয় এই হার ১০% থেকে ৫০০% পর্যন্ত । [ধারা-৫৫] ৪। অগ্রিম কর ব্যবস্থা (Advanced duty) : মূল্য সংযোজন কর আইন-২০১২ অনুযায়ী আগাম করের বিধান রাখা হয়েছে। ৩১(২) ধারায় বলা হয়েছে করযোগ্য আমদানি মূল্যের ৪% হারে এবং অন্যান্য ক্ষেত্রে ৫% হারে আগাম কর প্...

মূল্য সংযোজন কর কাকে বলে? (মূসক) মূল্য সংযোজন করের সুবিধা ও অসুবিধা কি কি?ভ্যাট।VAT

মূল্য সংযোজন কর    কোনো উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয় তাকে মূল্য সংযোজন কর বা মূসক  বা Value Added Tax বা VAT বলে। সূত্রঃ    মূল্য সংযোজন কর =(উৎপাদন মূল্য ×কর হার) – (উপকরণ মূল্য ×করহার) Value Added Tax ( VAT ) = (Output value ×rate) – (Input value ×rate) মূল্য সংযোজন করের সুবিধাসমূহঃ  ক)সরকারের দিক থেকে সুবিধাঃ ১।স্বচ্ছতা বৃদ্ধি  ২।জবাবদিহিতা বৃদ্ধি  ৩।উৎসাহ বৃদ্ধি  ৪।রাজস্ব বৃদ্ধি  ৫।উৎপাদন বৃদ্ধি  ৬।সুষম বন্টন  ৭।কর ফাঁকি রোধ খ) করদাতার দিক থেকে সুবিধাঃ ১।পরোক্ষ কর ২।দায় এড়ানো  ৩।নিরপেক্ষতা  ৪।সরলতা  ৫।বাড়তি চাপহীনতা ৬।দ্বৈতকর পরিহার।  ভ্যাটের কুফল বা অসুবিধাঃ ১।দ্রব্য ও সেবা মূল্য বৃদ্ধি  ২।ক্ষুদ্র ও কুটিরশিল্পের উৎপাদন ব্যয় বৃদ্ধি  ৩।ভোক্তাদের অসুবিধা  ৪।বই ও হিসাব সংরক্ষণ। ৫।জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি  ৬।কর ফাঁকি উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে,ভ্যাট বা মূল্য সংযোজন করের যেমন সুবিধা বিদ্যমান, তেমন কিছু অসুবিধাও রয়েছে।