পরীক্ষার খাতায় লেখার নিয়ম। পরীক্ষায় প্রশ্ন কমন পড়া (উত্তর জানা) সত্ত্বেও সব লিখে শেষ করা যায় না। এই সমস্যা সমাধানের কিছু কার্যকরী টিপস
আমাদের মাঝে এরকরম অনেকেই আছেন যারা প্রশ্ন কমন পরার পরও সব উত্তর লিখে আসতে পারেন না।তারা নিচের এই টিপসগুলো অনুসরণ করতে পারেন:-
১।টাইম ম্যানেজমেন্ট সবচে কার্যকরী সমাধান। আপনি প্রতিটি প্রশ্ন সময় অনুযায়ী ভাগ করে নিবেন ঘড়ি ধরে যে,প্রতিটি প্রশ্ন আমি এই নির্দিষ্ট সময় এর মধ্যেই কমপ্লিট করবো । তাহলে দেখবেন যে ১ম দিকের প্রশ্নগুলো বড় আর শেষ দিকের প্রশ্ন গুলো ছোট হচ্ছে না বা উত্তর জেনেও ফেলে আসছেন না। ধরুন আপনার পরীক্ষার সময় ২ঘন্টা এবং প্রশ্ন আনসার করতে হবে ৪টি।তাহলে সেক্ষেত্রে আপনাকে সময়ের দিকে লক্ষ্য রেখে প্রতিটি (১টি)প্রশ্নের জন্য ৩০ মিনিট করে ভাগ করে নিতে হবে।
২।প্রশ্নের পয়েন্টগুলো যেগুলো আপনি উত্তরে লিখবেন সেগুলো প্রশ্ন পাওয়ার পর প্রশ্নের পাশে পেন্সিল দিয়ে ছোট করে লিখে রাখতে পারেন।কেননা এই পয়েন্টগুলো প্রশ্ন পাওয়ার পর ভালো মনে থাকে,কিন্তু অন্যান্য প্রশ্নগুলো আনসার করতে করতে দেখবেন যে ভুলে গেছেন কয়েকটি পয়েন্ট এবং এগুলো মনে করতে আপনার সময় নষ্ট হচ্ছে। মোট কথা সময় নষ্ট করা যাবে না। প্রশ্ন পাওয়ার পর পয়েন্টগুলো প্রশ্নের পাশে পেন্সিল দিয়ে ছোট করে লিখে রাখবেন যাতে পরে প্রশ্নটি আনসার করার সময় দ্রুত লিখে যেতে পারেন।
৩।যে প্রশ্নটি সবচে ভালো পারেন তা আগে লিখবেন। এবং পারা প্রশ্নগুলোই আনসার করবেন।কনফিউশান আছে এমন প্রশ্ন আনসার করতে গিয়ে সময় নষ্ট করবেন না।
৪।হাতের লিখা দ্রুত করুন। দ্রুত না লিখতে পারলে বাসায় দ্রুত লিখা প্র্যাক্টিস করুন।
৫। যদি প্রশ্ন কমন পরে থাকে তাহলে অযথা সামনে পিছনে ঘুরে শিওর হওয়ার জন্য অন্যকে জিগ্যেস করে সময় নষ্ট করবেন না।কেননা আপনার সামনের বা পিছনের ব্যক্তিটি যে আপনার থেকে বেশি পারে বা জানে এমন কোনো শিওরিটি নেই।হতে পারে সে আপনাকে ভুল উত্তরটি দিয়েছে। So,be careful about this matter.
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই টিপসগুলো ফলো করে উপকৃত হবেন।
Comments
Post a Comment