Posts

Showing posts with the label কোম্পানি আইন

কোরাম কাকে বলে?কোরাম সংক্রান্ত নিয়মাবলি।What is Quorum?

স্মারকলিপি কি?সংঘ স্মারক কি? পরিমেল নিয়মাবলি কি?what is memorandum?

  সংঘ-স্মারক বা পরিমেল বন্ধ/ স্মারকলিপি Memorandum of Association যৌথ মূলধনী কোম্পানির  ক্ষেত্রে সংঘস্মারক বা স্মারকলিপি হচ্ছে গঠনতন্ত্রের মূল দলিল বা সংবিধান যাতে কোম্পানির মূল বিষয়াবলি অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ (এতে কোম্পানির কার্য পরিচালনার অভ্যন্তরীণ ও বাহ্যিক যাবতীয় নিয়ম পদ্ধতি লিখা থাকে)। বলা যায় যে, (যে দলিল যৌথমূলধনী কোম্পানির  নাম ঠিকানা-পরিচালনা পদ্ধতির উদ্দেশ্য, দায় এবং ক্ষমতা ও  মূলধন সম্পর্কে অন্তর্ভুক্ত থাকে তাকে সংঘস্মারক বা স্বারকলিপি বলে।) ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২(১) (ক) ধারায় বলা হয়েছে “সংঘস্মারক বলতে এ আইনের বিধান অনুসারে প্রণীত কোম্পানির মূল সংঘ স্মারক বা পরবর্তীতে এর সংশোধিত রূপকে বুঝায়।” (Memorandum means the memorandum of association of a company as originally framed or as altered in persuance of this Act- companies Act. 1994. SeP 2(1)) ১ বিচারপতি লর্ড কেয়ানর্স বলেন, “স্মারকলিপি হচ্ছে কোম্পানির সনদ যা আইনের বলে গঠিত কোম্পানির ক্ষমতার সীমা নির্দেশ করে।” ("The memorandum of association of a company is its charter and defines its limit...

শেয়ার মূলধন কাকে বলে? what is Share capital?

 শেয়ার মূলধন Share Capital  কোম্পানির  মূলধনকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সমান এককে বিভক্ত করা হয়। মূলধনের এরূপ সমান অংশের এককগুলোকে শেয়ার বলে । প্রতিটি শেয়ার কোম্পানির মূলধনের অংশ বলে তা ক্রয়ের মাধ্যমে শেয়ারহোল্ডারগণ কোম্পানির আংশিক মালিকানা স্বত্ব লাভ করে। যদিও শেয়ারহোল্ডারগণ কোম্পানির মালিক কিনা তা নিয়ে বিতর্ক আছে। এ প্রসঙ্গে National Of Textile Worker's Union etc. Vs. P. R. Ramkrishnan and Others [AIR (1983) Supreme Court 75] মামলার রায় প্রতিধানযোগ্য। তবে যারা কোম্পানির শেয়ার ক্রয় করে তারা কোম্পানির লভ্যাংশের অধিকারী হয়। কোম্পানির বিলোপসাধন ঘটলে শেয়ারহোল্ডারগণ কোম্পানির সম্পত্তিতে প্রদত্ত মূলধনের আনুপাতিক অংশ ফেরত পাওয়ার অধিকারী হয় । শেয়ারহোল্ডারগণ কর্তৃক নির্বাচিত পরিচালকগণ কোম্পানি পরিচালনা করেন। কোম্পানির শেয়ার সংঘবিধির অনুযায়ী হস্তান্তরযোগ্য বলে বিবেচিত হবে।  ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২(১)(ধ) ধারায় বলা হয়েছে,“শেয়ার বলতে কোম্পানির মূলধনের কোন অংশকে বুঝাবে এবং ব্যক্ত বা অব্যক্ত কোন স্টক বা শেয়ারের পার্থক্য প্রকাশ পেলে সে স্টক ব্যতিত অন্যান্য ...

যৌথমূলধনী কোম্পানি কি? যৌথমূলধনী কোম্পানির বৈশিষ্ট্য

  যৌথমূলধনী ব্যবসায় বা কোম্পানিঃ সাধারণ অর্থে,কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে সেচ্ছায়,যৌথভাবে মূলধন বিনিয়োগ করে যে আইনসম্মত ব্যবসায় গঠন করে তাকে যৌথমূলধনী ব্যবসায় বা যৌথমূলধনী কোম্পানি বলে। ব্যাপক অর্থে,যৌথমূলধনী ব্যবসায় বা কোম্পানি হলো আইনসৃষ্ট ও আইনসম্মত কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী, চিরন্তন অস্তিত্বসম্পন্ন সীমিত দায় সম্পন্ন ব্যবসায় প্রতিষ্ঠান যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যৌথভাবে মূলধন বিনিয়োগ করে।  প্রামাণ্য সংজ্ঞাঃ ১।১৯৯৪ সালের কোম্পানি আইন এর ২(১-ঘ) ধারা অনুয়ায়ী, "কোম্পানি বলতে কোম্পানি আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত  অথবা কোনো বিদ্যমান কোম্পানিকে বোঝায়।" ২।❝কোম্পানি হলো এমন একটি কৃত্রিম ব্যক্তিসত্তাযা অদৃশ্য, অস্পর্শনী অথচ আইনের মধ্যে টিকে থাকে।❞ -----জন মার্শাল  ৩।❝কোম্পানি বলতে আইন স্বীকৃত এমন একটি কৃত্রিম ব্যক্তিসত্তাকে বুঝায় যার একটি নাম,একটি সাধারণ সীল ও যৌথ মূলধন থাকে এবং তা সীমিত দায় বিশিষ্ট ও হস্তান্তর যোগ্য নির্দিষ্ট মূল্যের শেয়ারে বিভক্ত।❞     -----অধ্যাপক ওয়াই,কে,বুশান ★আরও পড়ুন (  গ্রাফিকাল ইউজার ইন্ট...