GDP। GNP। মোট দেশজ উৎপাদন কি?।জিডিপি ও জিএনপি এর মধ্যে পার্থক্য
জিডিপিঃ কিছুদিন ধরে মাথার মধ্যে শুধু একটা শব্দই ঘুরপাক খাচ্ছে “জিডিপি”। জিডিপি অর্থ কি সেটা জানি কিন্তু জিডিপি আসলে কি জিনিস এটা সম্পর্কে কোন ধারণাই ছিলোনা। আলহামদুলিল্লাহ ঘন্টাখানেক সময় দিয়ে সার্চ করে পড়ে জিডিপি সম্পর্কে অনেক অজানা কিছু তথ্য জানতে পারলাম। ইনশাআল্লাহ আপনাদের সাথে পুরোটা শেয়ার করার চেষ্টা করবো যতোটা জানতে পেরেছি। GDP অর্থ হচ্ছে Gross domestic products বা সামষ্টিক অভ্যন্তরীণ উৎপাদক/স্থুল অভ্যন্তরীণ উৎপাদক। একটি দেশের অভ্যন্তরীণ এক বছরে চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারে সামষ্টিক মূল্যই হচ্ছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি। জিডিপি পরিমাপ ও বোঝার সাধারণ উপায় হলো ব্যয় পদ্ধতি। সামষ্টিক অভ্যন্তরীণ উৎপাদক =ভোগ+বিনিয়োগ+সরকারি ব্যয়+(রপ্তানি-আমদানি) জিডিপি কে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে: Nominal বা নামমাত্র জিডিপি: কোন দেশের পণ্য উৎপাদনের মাত্রা না বেড়ে যদি শুধু পরিষেবার মূল্য বৃদ্ধি পায় তাহলে তাকে নামমাত্র জিডিপি বলে।উদাহরণস্বরূপ ধরা যাক কোন দেশে শুধু কলম উৎপাদন হয়। ২০১৫ সালে সে দেশে মোট ৩০টি কলম উৎপাদন হয়েছে যার বাজার মূল্য ৫ ট...