USB বাস কি।।USB বাসের সুবিধাসমূহ
USB এর পূর্ণরুপ হলো Universal Serial Bus.১৯৯৮ সাল থেকে ইন্টেল মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি কম্পিউটারগুলোতে এই বাস ব্যবহার করা হচ্ছে।এই বাস দিয়ে সিরিয়াল পদ্ধতিতে ডেটা চলাচল করে।
USB বাস অন্যান্য বাসের তুলনায় কম গতিতে তথ্য আদান-প্রদান করতে পারে কিন্তু এটি প্রচলিত সিরিয়াল বাসের তুলনায় অনেকটা উন্নত।
USB বাসে সুবিধাসমূহ :-
1.এই বাসের মধ্য দিয়ে একই গতিতে ডেটা চলাচল করে। ফলে যেসব ডিভাইসের মধ্যে একই গতিতে ডেটা চলাচলের প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে এ ধরনের বাস ব্যবহার করা সুবিধাজনক।
2.এই বাসে একসাথে অনেকগুলো যন্ত্রের সংযোগ প্রদান করা যায়।
3. USB বাস পেরিফেরাল যন্ত্রগুলো হতে CPU তে দ্রুত গতিতে ডেটা আদান-প্রদান করতে সহায়তা করে থাকে।
Comments
Post a Comment