Posts

Showing posts with the label বীমা

বীমা/বীমা চুক্তির বৈশিষ্ট্য

 মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে যে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান তার ক্ষতির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা হলো বীমা।বর্তমান বিশ্বে বহুল আলোচিত বিষয় হলো বীমা যা ব্যবসা বাণিজ্য থেকে মানুষের জীবনে সহায়ক ভূমিকা পালন করছে। ✪✪বীমাচুক্তির বৈশিষ্ট্যগুলো নিম্নে আলোচনা করা হলোঃ ১।বৈধ চুক্তি ২।প্রতিরোধমূলক ব্যবস্থা  ৩।নিশ্চয়তা বিধান করা ৪।ঝুঁকি বন্টন  ৫।চুক্তির অপরিহার্য উপাদান ৬।আর্থিক স্বার্থ রক্ষা ৭।বীমা যোগ্য স্বার্থ ৮।স্থলাভিষিক্ততা ৯।লিখিত চুক্তি ১০।নির্দিষ্টতার প্রতি গুরুত্ব  ১১।মানব কল্যাণ  ১২।সদ্বিশ্বাসের সম্পর্ক  ১৩।সঞ্চয় সুবিধা ১৪।বিনিয়োগ সুবিধা উপর্যুক্ত বৈশিষ্ট্য গুলো বীমাচুক্তিতে বিদ্যমান।

বীমা কাকে বলে?ইন্স্যুরেন্স।

ইন্স্যুরেন্স বা বীমাঃ বাংলাদেশে বর্তমানে  বীমা আইন ১৯৩৮ প্রচলিত রয়েছে।সর্বপ্রথম নৌবিমার মাধ্যমেই বিমা ব্যবসায়ের প্রচলন ঘটে। ★✰ মানুষের বা সম্পত্তিকে ঘিরে যে অনিশ্চয়তা ও ঝুঁকি বিদ্যমান তার বিপক্ষে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে বীমা বা ইন্স্যুরেন্স বলে। " Insurance is the agreement of a community to consider the good of It's individual members as common " ----- Prof. Morgan বীমা  হলো দুই বা ততোধিক পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তি। একপক্ষ হলো বিমাগ্রহীতা অর্থাৎ ক্ষতিগ্রস্ত পক্ষ এবং অপরপক্ষ হলো বিমাকারী প্রতিষ্ঠান। নির্দিষ্ট সময় পরপর প্রিমিয়াম প্রদানের মাধ্যমে মেয়াদ শেষে বা চুক্তিতে উল্লেখিত শর্তানুযায়ী ক্ষতিপূরণ প্রদান করে থাকে বিমাকারী প্রতিষ্ঠান। বর্তমান কালে মানুষের ব্যক্তিগত জীবন, ব্যবসা-বাণিজ্য, লেনদেন তথা প্রতিটি ক্ষেত্রে বিমার প্রচলন দেখা যায়। পরিশেষে উপরের আলোচনা থেকে বলা যায় যে: ★ বীমা হলো এক ধরনের যৌথ ব্যবস্থা যার দ্বারা ঝুঁকি বন্টনের সুযোগ সৃষ্টি হয়। ★এক্ষেত্রে বিমাগ্রহীতার স্বার্থ হলো জীবন ও সম্পত্তির ঝুঁকি অন্যের উপর অর্পণ করা। ★এক্ষেত্রে বিমাকারীর স্ব...