বীমা/বীমা চুক্তির বৈশিষ্ট্য
মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে যে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান তার ক্ষতির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা হলো বীমা।বর্তমান বিশ্বে বহুল আলোচিত বিষয় হলো বীমা যা ব্যবসা বাণিজ্য থেকে মানুষের জীবনে সহায়ক ভূমিকা পালন করছে। ✪✪বীমাচুক্তির বৈশিষ্ট্যগুলো নিম্নে আলোচনা করা হলোঃ ১।বৈধ চুক্তি ২।প্রতিরোধমূলক ব্যবস্থা ৩।নিশ্চয়তা বিধান করা ৪।ঝুঁকি বন্টন ৫।চুক্তির অপরিহার্য উপাদান ৬।আর্থিক স্বার্থ রক্ষা ৭।বীমা যোগ্য স্বার্থ ৮।স্থলাভিষিক্ততা ৯।লিখিত চুক্তি ১০।নির্দিষ্টতার প্রতি গুরুত্ব ১১।মানব কল্যাণ ১২।সদ্বিশ্বাসের সম্পর্ক ১৩।সঞ্চয় সুবিধা ১৪।বিনিয়োগ সুবিধা উপর্যুক্ত বৈশিষ্ট্য গুলো বীমাচুক্তিতে বিদ্যমান।