ভোগ অপেক্ষক বা ভোগ প্রবণতা কাকে বলে?
অর্থনীতির অন্যান্য অবস্থা (যেমন- রুচি,পছন্দ, অভ্যাস, পারিপার্শ্বিক অবস্থা ইত্যাদি) অপরিবর্তিত থাকলে ভোগ শুধুমাত্র আয়ের উপর নির্ভরশীল। আয় বাড়লে ভোগব্যয় বাড়ে,আয় কমলে ভোগব্যয় কমে।
অর্থাৎ,আয়ের সাথে ভোগব্যয়ের এই ধনাত্মক বা সরাসরি সম্পর্ককে বলা হয় ভোগ অপেক্ষক বা ভোগ প্রবণতা ।
যেমন-
C=f(y)
এখানে,
C=ভোগব্যয়,
f=অপেক্ষক,
y=জাতীয় আয়।
তবে, ভোগব্যায় মূলত নির্ভর করে ব্যয়যোগ্য আয়ের উপর।
অর্থাৎ , C= f(Yd )
⇨C=f(Y–T) এখানে, T=কর
ভোগ অপেক্ষক প্রধানত দুই প্রকার। যথাঃ
২। স্বল্পকালীন ভোগ অপেক্ষক, C=a+bY
এখানে, a=ভোগরেখার ছেদক বা স্বয়ম্ভূত ভোগ এবং
b= প্রান্তিক ভোগ প্রবণতা বা ভোগ ফাংশনের ঢাল।
২। দীর্ঘকালীন ভোগ অপেক্ষক,
C=bY
এখানে, b= প্রান্তিক ভোগ প্রবণতা।
Comments
Post a Comment