পণ্য ও সেবার পার্থক্য
পণ্যঃ যে সকল দৃশ্যমান বস্তু বিনিময়ের মাধ্যমে সম্পর্ক সৃষ্টি করে তাকে পন্য বলে। পণ্য কাকে বলে সেবাঃ যে সকল পণ্য অদৃশ্যমান কিন্তু যার বিনিময় মূল্য রয়েছে তাকে সেবা বলে। সেবা কাকে বলে ১।পণ্য মূলত বস্তুগত, দৃশ্যমান ও স্পর্শযোগ্য। অপরদিকে সেবা অবস্তুগত, অদৃশ্যমান এবং স্পর্শ করা যায় না। ২।পণ্যকে মজুদ তথা সংরক্ষণ করা যায়। অপরদিকে সেবা মজুদকরণ সম্ভব হয়না। ৩।পণ্যের গুণাগুণ সহজে পরিমাপ করা যায়। অপরদিকে সেবার গুণাগুণ পরিমাপ করা বেশ জটিল ও কষ্টসাধ্য। ৪।পণ্য মূলত মূলধন ঘন। অপরদিকে সেবা মূলত শ্রমঘন। ৫।পণ্যের উৎপাদন স্থল ও ভোক্তার অবস্থানের দূরত্ব বেশি থাকে। অপরদিকে সেবা প্রদানকারী ও গ্রহণকারীর অবস্থান পরস্পরের কাছাকাছি। ৬।পণ্যের বাজার মূলত আঞ্চলিক, দেশীয় ও আন্তর্জাতিক হয়ে থাকে। অপরদিকে সেবার বাজার মূলত স্থানীয়।