Posts

Showing posts with the label সাংগঠনিক আচরণ

সংগঠন কি? সংগঠন কাকে বলে? সংগঠনের বৈশিষ্ট্য। সংগঠনের সুবিধা। what is organisation?fretures and advantages organisation

  Organisation শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে।যেমন গঠন,পরিচালনা, প্রতিষ্ঠান ইত্যাদি। তাই সংগঠন বলতে একদিকে যেমন সংগঠকের কার্যাবলিকে বুঝায় তেমনি আবার কোনো প্রতিষ্ঠানকেও বুঝায়। সংগঠন হলো কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কিছু সংখ্যক মানুষের একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থা। সংগঠন মূলত মানুষ, উদ্দেশ্য এবং পদ্ধতি এই ৩টি উপাদান নিয়ে গঠিত। প্রতিটি সংগঠন এর ভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকে।এই উদ্দেশ্যকেই লক্ষ্য হিসেবে পরিণত করা হয়। সংগঠন হলো মানুষের সংঘবদ্ধ কর্মপ্রচেষ্টা।সমাজবিজ্ঞানীদের মতে সংগঠন হলো সামাজিক একক,সামাজিক প্রক্রিয়া বা সামাজিক ব্যবস্থা। নিম্নে কয়েকজন মনীষী দের সংজ্ঞা দেয়া হলোঃ- ১। এক বা একাধিক সাধারণ উদ্দেশ্যের সফলতা লাভের জন্য বিশেষায়িত অংশগুলোর সমন্বয় সাধন হলো সংগঠন।  ____অধ্যাপক এল,এইচ হ্যানি ২।কর্ম ও কর্মী র মধ্যে সামঞ্জস্যপূর্ণ পারস্পরিক সম্পর্কই হলো সংগঠন।  ___অধ্যাপক মিলওয়ার্ড উপরের সংজ্ঞাগুলোর আলোকে বলা যায়, ১।সংগঠন কাঠামো প্রাতিষ্ঠানিক কার্যাবলির একটি সামগ্রিক রূপরেখা।  ২।প্রতিটি ব্যক্তি ও বিভাগের কাজ নির্ধারণ করে। ৩।কর্তৃত্ব ও দায়িত্বের সম...