Posts

Showing posts with the label বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, সীমানা ও উপকূল

  বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও আয়তন  Geographical Location and Area of Bangladesh বাংলাদেশ ২০°৩৪ উত্তর অক্ষাংশ থেকে ২৬°৩৮´ উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং ৮৮°০১ পূর্ব দ্রাঘিমা থেকে ৯২°৪১ পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃতি। কর্কটক্রান্তি বা ট্রপিক অব ক্যান্সারে বাংলাদেশের প্রায় মধ্যভাগ (ঝিনাইদহ-কুমিল্লা জেলা) দিয়ে অতিক্রম করেছে। সুতরাং বাংলাদেশ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থিত। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। এদেশের আয়তন ৫৬,৯৭৭ বর্গমাইল বা ১,৪৭,৫৭০ বর্গকিমি.। বাংলাদেশের অবস্থান আয়তনে বিশ্বে ৯০তম। এদেশের উত্তরে ভারতের আসাম, মেঘালয় ও পরিশ্চমবঙ্গ প্রদেশ অবস্থিত। পূর্বে ভারতের আসাম, মিজোরাম, ত্রিপুরা ও মায়ানমার অবস্থিত পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর ও মায়ানমার অবস্থিত। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর এবং ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত। ভারতের সঙ্গে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ৫,১৩৮ কিমি. এবং মায়ানমারের সাথে ২৮০ কিমি, সীমান্ত রয়েছে। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য ৭১৬ কিমি. এবং মোট সমুদ্রসীমা ১,১৮,৮১৩ বর্গকিমি. অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নীটক...