ট্রেডমার্ক কাকে বলে?What is Trade mark? ট্রেডমার্ক আইন কত সালের?
ট্রেডমার্ক কী? What is Trade Mark? ট্রেডমার্ক হলো ব্র্যান্ডের একটি অংশ যা আইন দ্বারা স্বীকৃত এবং যার মাধ্যমে কোম্পানির পণ্য সহজে শনাক্তকরণ ও পৃথকীকরণযোগ্য । ট্রেডমার্কের ফলে কোম্পানি আইনগত অধিকারপ্রাপ্ত হয়। ট্রেডমার্কের ফলে আইনগত সুরক্ষা প্রতিষ্ঠিত হয় যার্তে প্রতিযোগী ব্যবসায়ির ব্যবহৃত নাম, চিত্র, লেবেল, নকশা, আকৃতি, প্রতীক, চিহ্ন, শব্দ ব্যবহার বা নকল করা যায় না। বাংলাদেশে প্রচলিত ট্রেডমার্ক আইন Trademark Act-2009 নামে প্রচলিত । যেমন-তাবানি বেভারেজ কোম্পানির Coca Cola বোতলে বাঁকা করে লিখিত Coca-Cola শব্দটি আইন দ্বারা স্বীকৃত যা রেজিস্ট্রিকৃত ট্রেডমার্ক। বিভিন্ন লেখক কর্তৃক প্রদত্ত ট্রেডমার্কের কতিপয় সংজ্ঞা নিম্নে দেওয়া হলো : * McCarthy & Perreault -এর মতে, "A trade mark includes only those words, symbols or marks that are legally registered for use by a single company." 11. (অর্থাৎ “ট্রেডমার্ক শুধুমাত্র ঐসব শব্দ, প্রতীক বা চিহ্নাদি অন্তর্ভুক্ত করে যা একটি কোম্পানি আইনগতভাবে নিবন্ধন করে ব্যবহারের অধিকার লাভ করে।”) আরও পড়ুনঃ ব্র্যান্ডিং কাকে বলে? ♦ Stanton, Etzel ...