প্রাপ্য হিসাব বলতে কি বুঝায়? হিসাববিজ্ঞান
প্রাপ্য হিসাব হচ্ছে একটি ব্যক্তিবাচক হিসাব।
বাকিতে ক্রয়ের জন্য প্রাপ্য হিসাব সৃষ্টি হয়। মনে করুন, রহিম ট্রেডার্সের নিকট ১৫০০০ টাকার পণ্য বাকিতে বিক্রয় করা হল। এক্ষেত্রে যদি আমরা জাবেদা করি তাহলে হবে,
প্রাপ্য হিসাব হিসাব বা রহিম ট্রেডার্স হিসাব,,,, ডেবিট।
আর বিক্রয় হিসাব,,,,,,, ক্রেডিট ।
সাধারণত প্রাপ্য হিসাব সর্বদাই উদ্ধৃত্ত পত্রে ডেবিট দিকে সম্পদ কলামে দেখাতে হবে প্রাপ্য হিসাব হতে যদি অনাদায়ী হিসাব বা সঞ্ছিতি বাদ দিতে হবে। Accounting
Riyad
ReplyDelete