টিন নাম্বার কী? ই-টিন নাম্বার কী?ই-টিন নিবন্ধন। What is Tax payer identification number?
করদাতার শনাক্তকরণ নম্বর (ধারা ১৮৪বি) Tax Payers identification Number (TIN) অর্থ আইন ১৯৯৩-এর মাধ্যমে আয়কর অধ্যাদেশের ১৮৪ (বি) নতুন ধারা সংযোজনপূর্বক করদাতার জন্য জাতীয়ভাবে শনাক্তকরণ নম্বর প্রবর্তন করা হয় এবং তা ১লা জুলাই, ১৯৯৪ হতে কার্যকরি হয়। এই শনাক্তকরণ নম্বরকে সংক্ষেপে TIN নম্বর বা Tax payers identification number বলে। ১লা জুলাই, ১৯৯৪ সালের পূর্বে প্রচলিত প্রথা অনুযায়ী করদাতাকে সংশ্লিষ্ট কর অফিস হতে জি. আই. আর (GIR) নম্বর প্রদান করা হতো। এই নম্বর করদাতার জাতীয়ভিত্তিক কোন শনাক্তকরণ নম্বর নয়। করদাতাকে জাতীয়ভিত্তিক কোন Identity দেয়া এবং কর প্রশাসনের দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির উদ্দেশ্যে এই ধরনের TIN নম্বর প্রদানের বিধান প্রবর্তন করা হয়। ই-টিন e-TIN অর্থ আইন ২০১৩ এর মাধ্যমে পূর্বে প্রচলিত গতানুগতিক করদাতা শনাক্তকরণ নম্বর ( Tax payer's Identification Number-TIN) পরিবর্তন করে ইলেকট্রনিক করদাতা শনাক্তকরণ নম্বর ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। যাকে Electronic Tax payer's Identification Number বা e-TIN বলা হয় । গতানুগতিক পদ্ধতিতে ১০ ...