টিন নাম্বার কী? ই-টিন নাম্বার কী?ই-টিন নিবন্ধন। What is Tax payer identification number?

  করদাতার শনাক্তকরণ নম্বর (ধারা ১৮৪বি) 

Tax Payers identification Number (TIN)


অর্থ আইন ১৯৯৩-এর মাধ্যমে আয়কর অধ্যাদেশের ১৮৪ (বি) নতুন ধারা সংযোজনপূর্বক করদাতার জন্য জাতীয়ভাবে শনাক্তকরণ নম্বর প্রবর্তন করা হয় এবং তা ১লা জুলাই, ১৯৯৪ হতে কার্যকরি হয়। এই শনাক্তকরণ নম্বরকে সংক্ষেপে TIN নম্বর বা Tax payers identification number বলে। ১লা জুলাই, ১৯৯৪ সালের পূর্বে প্রচলিত প্রথা অনুযায়ী করদাতাকে সংশ্লিষ্ট কর অফিস হতে জি. আই. আর (GIR) নম্বর প্রদান করা হতো। এই নম্বর করদাতার জাতীয়ভিত্তিক কোন শনাক্তকরণ নম্বর নয়। করদাতাকে জাতীয়ভিত্তিক কোন Identity দেয়া এবং কর প্রশাসনের দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধির উদ্দেশ্যে এই ধরনের TIN নম্বর প্রদানের বিধান প্রবর্তন করা হয়।



ই-টিন e-TIN


অর্থ আইন ২০১৩ এর মাধ্যমে পূর্বে প্রচলিত গতানুগতিক করদাতা শনাক্তকরণ নম্বর (Tax payer's Identification Number-TIN) পরিবর্তন করে ইলেকট্রনিক করদাতা শনাক্তকরণ নম্বর ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। যাকে Electronic Tax payer's Identification Number বা e-TIN বলা হয় ।


গতানুগতিক পদ্ধতিতে ১০ (দশ) ডিজিটের টিআইএনের পরিবর্তে নতুন e-TIN পদ্ধতিতে ১২ (বার) ডিজিটের টিআইএন প্রবর্তন করেছে নব প্রবর্তিত 'e-TIN পদ্ধতি' তে ইন্টারনেটের মাধ্যমে পুরোনো করদাতাগণ Re-registration এবং নতুন করদাতাগণ Registration এর মাধ্যমে ১২ (বার) ডিজিটের টিআইএন গ্রহণ করতে পারবেন। 'e-TIN পদ্ধতি' টিআইএন গ্রহণের জন্য করদাতাদের জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট www.incometax.gov.bd ব্রাউজ করে প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষ Registration/Re-registration কার্যক্রম সম্পন্ন করতে হবে।



Comments

Popular posts from this blog

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মূলধন কাকে বলে?।। What is capital?