চার্টার্ড এ্যাকাউন্ট্যান্ট ফার্ম কী?সিএ কাকে বলে? কীভাবে সিএ ফার্ম কাজ করে?কীভাবে সিএ ফার্ম গঠিত হয়?what is Chartered accountant firm(CA) firm?

চার্টার্ড এ্যাকাউন্ট্যান্ট ফার্ম

 Charted Accountant Firm

 


হিসাবরক্ষণ যেখানে শেষ সেখানে নিরীক্ষা শুরু। আর নিরীক্ষা কাজ সম্পন্ন করার জন্য যারা নিয়োজিত তাদেরকে চার্টার্ড এ্যাকাউন্ট্যান্ট বলে। এসব যোগ্যতাসম্পন্ন চার্টার্ড এ্যাকাউন্ট্যান্ট দ্বারা গঠিত ফার্মই হলো চার্টড এ্যাকাউন্ট্যান্ট ফার্ম (সি এ ফার্ম)।


বাংলাদেশে হিসাবশাস্ত্রে দুটি পেশাগত সংস্থা আছে। যার একটি হলো ICAB এবং অপরটি হলো ICMAB। হিসাববিজ্ঞান পেশাকে নিয়ন্ত্রণ ও উন্নয়নকল্পে বাংলাদেশ সরকার ১৯৭৩ সালে "Bangladesh Chattered Accountant's order" গঠন করে। এটি একটি স্বায়ত্বশাসিত ও চিরস্থায়ী অস্তিত্ব সম্পন্ন প্রতিষ্ঠান। বিশ্বের কয়েকটি স্বনামধন্য সিএ ফার্ম হলো Enderson worldwide, Price water, house KpMG ইত্যাদি। অন্যদিকে বাংলাদেশের অন্যতম সিএ ফার্ম হলো রহমান রহমান হক, একনাবিল, এ. কাশেম এন্ড কোং, এম. জে. আবেদীন, হুগভানি চৌধুরী এন্ড কোং হাওলাদার ইউনুস ইত্যাদি। বাংলাদেশে বর্তমানে সিএ (CA) সংখ্যা বাড়ছে যার ফলে সিএ ফার্ম ও বাড়ছে যা অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।


★সিএ ফার্মের কার্যক্রম Activities of CA firm 



হিসেবে সত্যতা ও সঠিকতা যাচাইয়ের প্রয়োজন হতে নিরীক্ষারউদ্ভব। আর ভাল যোগ্যতাসম্পন্ন নিরীক্ষক উৎপন্ন করে সি এ ফার্ম। মিত্র ফার্মগুলো নিরীক্ষা সেবার পাশাপাশি আরো অতিরিক্ত সেবা দিয়ে থাকে যা সংক্ষেপে নিয়ে আলোচনা করা হলো :


১।নিরীক্ষক  বার্ষিক আর্থিক বিবরণীর পাশাপাশি ক্ষুদ্র প্রতিষ্ঠাগুলোর বিভিন্ন ধরনের বহি তৈরিতে যথেষ্ট সহায়তা ও পরামর্শ দিয়ে থাকে।


২। বিশেষত ছোট মাঝারি প্রতিষ্ঠানগুলোকে হিসাববিজ্ঞান ও হিসাবরক্ষণ প্রক্রিয়াটিকে উন্নয়ন করার জন্য পরামর্শ সেবা প্রদান করে আসবে।


৩। ছোট সি এ ফার্মগুলো অনেকসময় নিরীক্ষারচেয়ে ও করসেবা প্রদানের ক্ষেত্রে যথেষ্ট জোর দিচ্ছে। ৪। সংরক্ষিত দলিলগুলো যাতে নির্ভরযোগ্য হয় সে ব্যাপারে সি এ ফার্ম সুপরামর্শ দিয়ে থাকে ।


৫। বেশিরভাগ সি এ ফার্ম তাদের গ্রাহকদের ব্যবসায় প্রতিষ্ঠান কীভাবে আরো দক্ষতার সাথে পরিচালনা করা যায় সেব্যাপারে পরামর্শ সেবা দিয়ে থাকে ।


৬। ভবিষ্যত নীতি নির্ধারণের ব্যাপারে ও সি এ ফার্ম সুপরামর্শ প্রদান করে ।


৭। আভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থার দুর্বল দিকগুলো চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ এর মাধ্যমে কীভাবে প্রতিষ্ঠান অতি মুনাফা করতে পারে সেভাবে পরামর্শ সেবা দিয়ে থাকে ।


৮। তাছাড়া ও বাজারজাতকরণ কৌশল, বিমা সুবিধার প্রযুক্তিগত সেবা প্রভৃতি সেবার মাধ্যমে প্রতিষ্ঠানকে দিক নির্দেশনা দিয়ে থাকেন ।


আরও পড়ুনঃ

নিরীক্ষা কাকে বলে?অডিটিং কী?what is auditing?


★ সিএ ফার্মের গঠন

 


Structure of CA Firm CA পাস করার পর একজন হিসাব বিজ্ঞানী ACA হিসাবে বিবেচিত হন। ACA হিসেবে ৫ বছর পেশার প্র্যাকটিসে নিয়োজিত থাকার পর তিনি FCA সদস্য হিসাবে তালিকাভুক্ত হন একটি CA ফার্ম গঠন করার জন্য ১জন সি.এ বা একাধিক CA থাকতে পারেন । যারা সনদপ্রাপ্ত হিসাববিজ্ঞানী হিসেবে ডিগ্রি অর্জন করতে চান CA ফার্মসমূহ তাদের Articled Student হিসেবে ভর্তি করান। একজন CA এর অধীনে ১৩ জন Articled student থাকতে পারে। এর মধ্যে ১৩ তম জন অবশ্যই ছাত্রী হতে হবে ।

Comments

Popular posts from this blog

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মূলধন কাকে বলে?।। What is capital?