উৎপাদনশীলতা কাকে বলে?What is productivity?

উৎপাদনশীলতা

Productivity


সাধারণ অর্থে উৎপাদন বলতে কোন দ্রব্য সৃষ্টি করাকে বুঝায় । আর অর্থনীতিতে উৎপাদন বলতে কোন দ্রব্যের উপযোগ সৃষ্টি করাকে বুঝায় উৎপাদনের পাশাপাশি উৎপাদনশীলতা শব্দটি এসে যায়। কেননা উৎপাদনশীলতা উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কযুক্ত। সাধারণ কথায় উৎপাদন ও উৎপাদনের উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বা Productivity বলে ।


ডঃ মণ্ডেলের মতে, “উদ্দেশ্য অর্জনের জন্য প্রতি একক সম্পন্ন ব্যবহার করে যে দ্রব্য উৎপাদন করা হয়, তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে”।


J. W. Kewdrick-এর মতে, “একটি সংগঠনের সম্পদের মাধ্যমে অর্জিত পণ্য ও সেবার উৎপাদন স্তরকে উৎপাদনশীলতা বলে ।” 


P. F. Drucker-এর মতে, “ন্যূনতম ব্যয়ে সর্বাধিক পরিমাণ উৎপাদনের জন্য ব্যবহৃত উৎপাদনের সঠিক ভারসাম্য আনয়ন

করাকে উৎপাদনশীলতা বলে ।” আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)'-র মতে, “কর্মীদল সমাজ তথা কোন দেশের মোট উৎপাদিত দ্রব্য ও সেবা কর্মে যে সকল উপকরণের প্রয়োজন হয় তার অনুপাতকে উৎপাদনশীলতা বলে ।”

আরও পড়ুনঃ

বাজার কাকে বলে?


—অর্থাৎ উৎপাদনশীলতা =উৎপাদন(Output)÷ উপকরণ (Input)


অতএব বলা যায় যে, উৎপাদনের উপকরণ এবং উৎপাদনের অনুপাতকে উৎপাদনশীলতা বলে।

Comments

Popular posts from this blog

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মূলধন কাকে বলে?।। What is capital?