উৎপাদন কাকে বলে? প্রোডাকশন কী? What is production?

 উৎপাদন 

Production


সাধারণ অর্থে উৎপাদন বলতে কোন কিছু সৃষ্টি করাকে বোঝায় । কিন্তু বাস্তবতা হল— মানুষ কোন কিছু সৃষ্টি করতে পারে না বরং উপযোগ সৃষ্টি করতে পারে। সে তার জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা, কর্মশক্তি আর কারিগরি দক্ষতার প্রয়োগ ঘটিয়ে প্রকৃতি প্রদত্ত পদার্থে অতিরিক্ত উপযোগ সংযুক্ত করে একে অধিকতর কল্যাণকর উপযোগী বা ব্যবহার উপযোগী হিসেবে গড়ে তোলে। বস্তুতপক্ষে উৎপাদন হল এমনই এক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ প্রকৃতি-প্রদত্ত বস্তুকে ভোগের উপযোগী করে তোলে । নিম্নে উৎপাদন সংক্রান্ত কিছু উল্লেখযোগ্য সংজ্ঞা উপস্থাপিত হল—


ES. Buffa-র মতে, “Production is the process by which goods and services are created” অর্থাৎ উৎপাদন হল এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে দ্রব্য ও সেবা সৃষ্টি করা যায়।


Alford & Boatty-, "Production is manufacturing comprieses a series of steps by which material is given a new form to satisfy a predetermined objective, the change being brought about by the utilization of machine, tools and labour.” অর্থাৎ— শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎপাদন কতকগুলো ধারাবাহিক পদক্ষেপের সমষ্টি যেখানে পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য মেশিন, হাতিয়ার ও শ্রম ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে নতুনরূপে রূপান্তর করা হয় 


R. R. Mayer-র মতে, “In a manufacturing organization production is the fabrication of physical object through the use of man, materials and equipment.” অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানে উৎপাদন হচ্ছে কর্মী, কাঁচামাল এবং যন্ত্রের সাহায্যে কোন বস্তুর রূপান্তর করা।


আরও পড়ুনঃ

বাজারজাতকরণ ব্যবস্থাপনা কাকে বলে?



উৎপাদনের চারটি উপাদান রয়েছে। যেমন- ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। যা Input নামে পরিাচিত। এই Inpuকে বিভিন্ন প্রক্রিয়ায় Output এ পরিণত করা হয় যা উপাদিত দ্রব্য নামে পরিচিত। উৎপাদনের এই প্রক্রিয়াটিকে আমরা নিম্নোক্তভাবে উপস্থাপন করতে পারি।


উপকরণ(Input)⇨ প্রক্রিয়া(process)⇨উৎপাদন(Output)


চিত্র ঃ উৎপাদন প্রক্রিয়া




Comments

Popular posts from this blog

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মূলধন কাকে বলে?।। What is capital?