কোরাম কাকে বলে?কোরাম সংক্রান্ত নিয়মাবলি।What is Quorum?
কোরাম ও কোরাম সংক্রান্ত নিয়মাবলি
Quorum & Rules Regarding Quorum
(আইনানুগভাবে কোনো সভা বা মিটিং পরিচালনার জন্য যে ন্যূনতম সংখ্যক সদস্যের উপস্থিতি বাঞ্চনীয় তাকে কোরাম বা গণপূর্তি সংখ্যা বলে। অর্থাৎ কোরাম হচ্ছে সর্বনিম্ন সংখ্যক সদস্য যাদের উপস্থিতি আইনসম্মতভাবে সভা পরিচালনার জন্য অপরিহার্য।) যে সকল সদস্যদের নিয়ে কোরাম গঠিত হয় তাদেরকে অবশ্যই কার্যক্ষম সদস্য (Effective member) হতে হয়। অর্থাৎ তাদেরকে সভায় অংশগ্রহণ ও ভোট দানের আইনানুগ অধিকারী হওয়া আবশ্যক।
কোরাম সংক্রান্ত নিয়মাবলি নিম্নরূপ :
১।সভায় কোরাম সংখ্যক সদস্য উপস্থিত না থাকলে তাকে আইনসম্মত সভা বলা যায় না। ফলে উক্ত সভায় গৃহীত সকল সিদ্ধান্তই অবৈধ বলে বিবেচিত হয় ।
২।সভা শুরুর আধাঘণ্টার মধ্যে কোরাম সংখ্যক সদস্য উপস্থিত না হলে সভাপতি ঐ সভা মুলতবী রাখেন এবং পরবর্তী কোন নির্দিষ্ট তারিখে সভা অনুষ্ঠানের কথা ঘোষণা করেন। এক্ষেত্রে যে দিন সভা অনুষ্ঠানের সময় নির্ধারিত ছিল কোরাম সংকটের কারণে স্থগিত সভা পরবর্তী সপ্তাহে ঐ দিন এবং ঐ সময়ে ঐ স্থানেই অনুষ্ঠানের আয়োজন করা হয়
৩।কতজন সদস্যের সমন্বয়ে কোন সভার কোরাম গঠিত হবে তা সংশ্লিষ্ট কোম্পানির সংঘবিধিতে বর্ণিত থাকে। কোনো সংঘ বা সমিতিতে সাধারণ মোট সদস্যের এক-তৃতীয়াংশের বেশি সংখ্যক সদস্যের সমন্বয়ে কোরাম গঠিত হয় ।
আরও পড়ুনঃ
সিএ ফার্ম কী? চার্টার্ড একাউন্ট্যান্ট কাকে বলে?
৪. ১৯৯৪ সালের কোম্পানির আইনে বর্ণিত বিধান অনুসারে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে ৫ জন এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে ২ জন সদস্যের উপস্থিতিতে সভার কোরাম পূর্ণ হয়। অবশ্য কোম্পানির পরিমেল নিয়মাবলিতে আরো বেশি সংখ্যক সংখ্যার বিধান থাকলে গণপূর্তি সংখ্যা বা কোরাম সেভাবে নির্ধারিত হয় থাকে ।
৫. সভার শুরুতে কোরাম সংখ্যক সদস্য উপস্থিত থাকলেই সভার কাজ আরম্ভ করা যায় । তবে যতক্ষন সভা চলে ততক্ষন পর্যন্ত বা সভায় ভোট গ্রহণকালীন সময়ে কোরাম সংখ্যক সদস্য উপস্থিত না থাকলেও সভার বৈধতা ক্ষুন্ন হয় না ।
Comments
Post a Comment