অর্থনীতির মূল দুটি শাখা কি কি?

১.ব্যষ্টিক অর্থনীত (Micro Economics) : প্রাচীন গ্রীকশব্দ MIKROS হতে Micro শব্দটির উৎপত্তি । যার অর্থ হচ্ছেক্ষুদ্র বা ছোট । "অর্থনীতির যে শাখায় ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীত বলে । অর্থাৎ সামষ্টির পরিবর্ত-এ ব্যাক্তি।

যেমন: সাধারণ দামস্থর (Price-Level) এর পরিবর্ত-এ একক মূল্য ।



২. সামষ্টিক অর্থনীতি (Macro Economics ) :

প্রাচীন গ্রিক শব্দ MAKROS হতে Makros শব্দটির উৎপত্তি যার অর্থ হল বিশাল বা বড় । অর্থনীতির যে শাখায় বৃহৎ পরিবেশে অর্থনৈতিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় তাকেই সামষ্টিক

অর্থনীতি বলে । ব্যক্তির পরিবর্তে সমষ্টির অর্থনৈতিক কার্যকলাপ

আলোচনা।

Comments

Popular posts from this blog

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

মূল্য সংযোজন করের প্রকারভেদ। মূল্য সংযোজন করের সুবিধা