হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?
হস্তান্তর ব্যয় বলতে এক হাত থেকে অপর হাতে অর্থের (আয়ের) স্থানান্তর কে বুঝায়।চলতি উৎপাদনশীল কার্যক্রমের উপর কোনো প্রভাব বিস্তার না করে অর্থনীতির একটি ক্ষেত্র হতে অপর ক্ষেত্রে অর্থের (আয়ের) স্থানান্তর কে বলা হয় হস্তান্তর ব্যয় বা হস্তান্তর পাওনা।
নিম্নে বিভিন্ন ধরনের হস্তান্তর পাওনা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা প্রদান করা হলো ঃ-
১।সরকারি ঋণের জন্য প্রদত্ত সুদ:
যুদ্ধকালীন ব্যয় নির্বাহের জন্য কিংবা যেকোনো জরুরি প্রয়োজনে সরকার যে ঋণ গ্রহণ করা তার জন্য প্রদত্ত সুদকে হস্তান্তর ব্যয় হিসেবে ধরা হয়।
২।বৈদেশিক উপহার ও অনুদান :
জনগণ কোনো বিদেশিকে উপহার প্রদান করলে কিংবা বিদেশ থেকে সরকার কোনো অনুদান পেলে তা হস্তান্তর পাওনা হিসেবে চিহ্নিত হয়।
৩।আভ্যন্তরীণ হস্তান্তর :
দেশের দুঃস্থ জনসাধারণকে ব্যক্তি বা প্রতিষ্ঠান যে দান বা সাহায্য প্রদান করে এবং উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ইত্যাদি হস্তান্তর ব্যয় এর অন্তর্ভুক্ত।
৪।ব্যবসা ক্ষেত্রে হস্তান্তর পাওনা:
বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান অনেক সময় ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করে, কর্মকর্তা কর্মচারীদের ভ্রমণ ভাতা ও পুরস্কার প্রদান করে এগুলো হস্তান্তর ব্যয় হিসেবে বিবেচ্য।
৫।সরকারি হস্তান্তর ব্যয় :
জনগণের জন্য সরকার বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ করে।
যেমন:অবসর ভাতা প্রদান, বিধবা ভাতা, বেকার ভাতা,জনগণের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতিকল্পে অর্থ ব্যয় ইত্যাদি সরকারি পর্যায়ে হস্তান্তর পাওনা হিসেবে বিবেচিত।
বিঃদ্রঃ হস্তান্তর পাওনা যেহেতু উৎপাদন কার্য থেকে উদ্ভূত নয় তাই হস্তান্তর ব্যয় জাতীয় আয়ের হিসেবে অন্তর্ভুক্ত হয় না।
ধন্যবাদ
ReplyDeleteThanks
ReplyDeleteThanks
ReplyDelete