মোট দেশজ উৎপাদন বলতে কী বুঝায়? GDP

        মোট দেশজ উৎপাদন



একটি নির্দিষ্ট সময়ে(সাধারণত ১বছরে)একটি দেশের  ভৌগোলিক সীমারেখার মধ্যে দেশী ও বিদেশী নাগরিকগণ যে পরিমাণ দ্রব্য ও সেবা কর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্যকে মোট দেশজ উৎপাদন (GDP) বলে।

 যেমন:- বাংলাদেশের অভ্যন্তরে দেশী ও বিদেশী নাগরিকগণ মিলে এক বছরে যে পরিমাণ দ্রব্য ও সেবাকর্ম উৎপাদন করে তা হচ্ছে ঐ বছরের জন্য বাংলাদেশের মোট দেশজ উৎপাদন। সুতরাং একটি দেশের অভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য ও সেবাকর্ম উৎপাদন করা যায় তার আর্থিক মূল্যই হচ্ছে সে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি

GNP পরিমাপের সময় মোট রপ্তানি আয় যোগ এবং আমদানি ব্যয় বিয়োগ করা হয়। কিন্তু GDP হিসাবের সময় GNP এর সাথে মোট আমদানি ব্যয় যোগ এবং রপ্তানি আয় বিয়োগ করতে হয়। অর্থাৎ GNP এর সাথে রপ্তানি আয় ও আমদানি ব্যয়ের পার্থক্য তথা নীট রপ্তানি বিয়োগ করলে GDP পাওয়া যায়।

সুতরাং,  GDP=GNP-X+M

 =>  GDP =GNP-(X-M)

আরও পড়ুনঃ

জিএনপি ও জিডিপি কী?জিএনপি ও জিডিপির মধ্যে পার্থক্য


উদাহরণ :বাংলাদেশে ২০০৬-২০০৭ অর্থ বছরে GNP হচ্ছে ৫০০০০কোটি টাকা,মোট রপ্তানি আয় ১০০০কোটি টাকা এবং মোট আমদানি ব্যয় ১৫০০কোটি টাকা কাজেই ২০০৬-২০০৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন হবে ;

GDP=GNP-X+M

=৫০০০০-১০০০+১৫০০

=৫০৫০০ কোটি টাকা 


Comments

Popular posts from this blog

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মূলধন কাকে বলে?।। What is capital?