GDP। GNP। মোট দেশজ উৎপাদন কি?।জিডিপি ও জিএনপি এর মধ্যে পার্থক্য

 জিডিপিঃ

কিছুদিন ধরে মাথার মধ‌্যে শুধু একটা শব্দই ঘুরপাক খাচ্ছে “জিডিপি”। জিডিপি অর্থ কি সেটা জানি কিন্তু জিডিপি আসলে কি জিনিস এটা সম্পর্কে কোন ধারণাই ছিলোনা। আলহামদুলিল্লাহ ঘন্টাখানেক সময় দিয়ে সার্চ করে পড়ে জিডিপি সম্পর্কে অনেক অজানা কিছু তথ‌্য জানতে পারলাম। ইনশাআল্লাহ আপনাদের সাথে পুরোটা শেয়ার করার চেষ্টা করবো যতোটা জানতে পেরেছি। 

GDP অর্থ হচ্ছে Gross domestic products বা সামষ্টিক অভ‌্যন্তরীণ উৎপাদক/স্থুল অভ‌্যন্তরীণ উৎপাদক।

একটি দেশের অভ‌্যন্তরীণ এক বছরে চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব‌্য ও সেবার বাজারে সামষ্টিক মূল‌্যই হচ্ছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি।

জিডিপি পরিমাপ ও বোঝার সাধারণ উপায় হলো ব‌্যয় পদ্ধতি।

সামষ্টিক অভ‌্যন্তরীণ উৎপাদক =ভোগ+বিনিয়োগ+সরকারি ব‌্যয়+(রপ্তানি-আমদানি)

 জিডিপি কে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়ে থাকে:

Nominal বা নামমাত্র জিডিপি:

কোন দেশের পণ‌্য উৎপাদনের মাত্রা না বেড়ে যদি শুধু পরিষেবার মূল‌্য  বৃদ্ধি পায় তাহলে তাকে নামমাত্র জিডিপি বলে।উদাহরণস্বরূপ ধরা যাক কোন দেশে শুধু  কলম উৎপাদন হয়। ২০১৫ সালে সে দেশে মোট ৩০টি কলম উৎপাদন হয়েছে যার বাজার মূল‌্য ৫ টাকা অর্থাৎ ১৫০ টাকার কলম উৎপাদিত হয়েছে। ২০২২ সালে ২০ টি কলম উৎপাদন হয়েছে যার বাজার মূল‌্য বৃদ্ধি পেয়ে হয়েছে ৮ টাকা অর্থাৎ ১৬০ টাকা । একে বলা হয় নামমাত্র জিডিপি ।

Real বা প্রকৃত জিডিপি

উপরের উদাহরণটিকে যদি বিবেচনা করি তাহলে ২০২২ সালের প্রকৃত জিডিপি হবে ১০০ টাকা অর্থাৎ পরিষেবার মান ২০১৫ সালের টা ধরে উৎপাদিত পণ‌্যের সাথে তুলনা করতে হবে।এটাই হলো প্রকৃত জিডিপি।

জিডিপি প্রবৃদ্ধি:

আগের বছরের তুলনায় পরের বছর এর উৎপাদন যে হারে বাড়ে তাকে জিডিপি প্রবৃদ্ধি হার বলে।জিডিপিকে একটি দেশের প্রবৃদ্ধি উন্নয়নের প্রধান সূচক হিসেবে ধরা হয়।

মূলত তিনটি খাতের সমষ্টিকে জিডিপি ধরে। বাংলাদেশের জিডিপি খাতগুলো কৃষি ,শিল্প ও সেবা।জিডিপি হিসেব করতে ১৫ টি খাত ও উপখাতের বাজারমূল‌্য হিসাব করা হয়।

জিডিপির বৈশিষ্ট‌্য:

জিডিপি কোন দেশের অর্থনৈতিক শক্তিকে প্রদর্শন করে।

অন‌্যদেশ থেকে আমদানিকৃত দ্রব‌্য জিডিপির অংশ নয়।

জিডিপি হিসাব করার সময় একটি নির্দিষ্ট সময়ের জন‌্য হিসাব করা হয়।

জিডিপি হিসাব করার সময় মধ‌্যবতর্ী দ্রব‌্যের মূল‌্য ধরা হয়না।কেবলমাত্র শেষ পর্যন্ত গ্রাহকের কাছে যে দ্রব‌্য পৌঁছাচ্ছে আর হিসাব ধরা হয়।











জিডিপি ও জিএনপি এর মধ্য পার্থক্যঃ


GDP এর পূর্ণরূপ হল Gross Domestic Product বা মোট দেশজ উৎপাদন এবং GNP এর পূর্ণরূপ হল Gross National Product বা মোট জাতীয় উৎপাদন।
অর্থনীতির কঠিন ভাষায় না গায়ে সহজ আগে সহজ ভাষায় বিষয়টি বুঝা যাক। 
আপনাকে যদি বলা হও এটি দেশী পণ্য তাহলে আপনি কোন ভাবেই ভাববেন না যে দ্রব্যটি দেশের সীমারেখার বাইরে তৈরি করা হয়েছে। ঠিক একই ভাবে দেশজ উৎপাদন হল দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত দ্রব্য ও সেবা। এবার অাসুর একটু ভিন্ন প্রেক্ষাপটে। জাতীগতভাবে অামরা বাঙ্গালি বা বাংলাদেশী। কাগজে কলমে যেহেতু আমরা বাংলাদেশী শব্দটাই ব্যবহার করি, তাই এখানেও অামি জাতীয়তা হিসেবে বাংলাদেশী। এখন ধরুন, আপনি বাংলাদেশে কোন চাকরির আবেদন পূরণ করছেন। তাতে আপনি জাতীয়তা কি লিখবেন? অবশ্যই বাংলাদেশী। আপনি যদি যুক্তরাষ্ট্রে গিয়ে অনুরুপ একটি আবেদন পূরণ করেন তবে তাতেও আপনাকে জাতীয়তা বাংলাদেশী লিখতে হবে। ভাবচেন এতো পেচাল কেন? ঠিক অাছে। অার পেচাল হবে না। অাসুন এবার অর্থনীতিতে। অর্থনীতিতে জাতীয় উৎপাদন বলতে জন্মগতভাবে প্রাপ্ত জাতীয়তার ভিত্তিতে জনগন দ্বারা উৎপাদিত দ্রব্য ও সেবাকে নির্দেশ করে। এবার আমরা মূল অর্থনীতিতে প্রবেশ করি এবং GDP ও GNP এর মধ্যে পার্থক্য আলোচনা করি-

১. একটি দেশে সাধারণত এক বছরে দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে উৎপাদিত দ্রব্য ও সেবার সমষ্টিকে GDP বা Gross Domestic Product বা মোট দেশজ উৎপাদন বলে। পক্ষান্তরে একটি দেশে সাধারণত এক বছরে দেশের সকল নাগরিক কতৃক উৎপাদিত দ্রব্য ও সেবার সমষ্টিকে GNP বা Gross National Product বা মোট জাতীয় উৎপাদন বলে।
২. GDP একটি ভৌগোলিক অবস্থান ভিত্তিক পরিমাপ এবং GNP জাতীয়তা ভিত্তিক পরিমাপ।
৩. GDP তে দেশে অবস্থানরত বিদেশী নাগরিকদের অায় অন্তর্ভূক্ত থাকে কিন্তু বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের অায় অন্তর্ভূক্ত থাকে না। পক্ষান্তে, GNP তে বিদেশে অবস্থানরত দেশী নাগরিকদের অায় অন্তর্ভূক্ত থাকে কিন্তু দেশে অবস্থানরত বিদেশী নাগরিকদের অায় অন্তর্ভূক্ত থাকে না।
৪. GDP=C+I+G+(X-M) এবং GNP=C+I+G+(X-M)। অর্থাৎ, ব্যয় ভিত্তিক উপাদানে এদের মধ্যে কোনো পার্থক্য নেই।
৫. GDP এবং GNP এর মধ্যে কোনটি বড় হবে তা সরাসরি বলা যায় না। এক্ষেত্রে যে বিষয়টি কাজ করে তা হলঃ
(ক) দেশে অবস্থানরত বিদেশীদের অায় বিদেশে অবস্থানরত দেশী নাগরিকদের অায় অপেক্ষা বেশি হলে GDP > GNP।
(খ) দেশে অবস্থানরত বিদেশীদের অায় বিদেশে অবস্থানরত দেশী নাগরিকদের অায় অপেক্ষা কম হলে GDP < GNP।
(গ) দেশে অবস্থানরত বিদেশীদের অায় এবং  বিদেশে অবস্থানরত দেশী নাগরিকদের অায় পরস্পর সমান হলে GDP = GNP।
৬. বদ্ধ অর্থনীতিতে GDP এবং GNP সমান থাকে।
৭. Business, Economic Forecasting, Growth Counting এসকল ক্ষেত্রে GDP এবং GNP সমান গুরুত্ব বহন করে। তবে, একটি দেশের উৎপাদনশীলতা GDP এর মাধ্যমে জানা যায়।

                

Comments

Popular posts from this blog

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মূলধন কাকে বলে?।। What is capital?