Posts

Showing posts from February, 2023

বিসর্গসন্ধি

 নির্মল=নিঃ + মল নিশ্চয়= নিঃ + চয় নিরাপদ = নিঃ + আপদ নিষ্কৃতি = নিঃ + কৃতি পুনর্মিলন= পুনঃ + মিলন পুনঃপুন= পুনঃ + পুনঃ পুনরাবৃত্তি= পুনঃ + আবৃত্তি পুনর্বাসন= পুনঃ + বাসন প্রাতরাশ= প্রাতঃ + আশ বহিষ্কার=বহিঃ + কার বাচস্পতি = বাচঃ + পতি বয়ঃ + বৃদ্ধ বয়োবৃদ্ধ =বয়ঃ+বৃদ্ধ  ভাস্কর =ভাঃ + কর  ভ্রাতুষ্পুত্র = ভ্রাতুঃ + পুত্র মনস্তাপ =মনঃ + তাপ মনোজ = মনঃ + জ মনোযোগ = মনঃ + যোগ যশইচ্ছা =যশঃ + ইচ্ছা যশোভিলাষ = যশঃ + অভিলাষ যশোলাভ = যশঃ + লাভ শিরউপরি = শিরঃ + উপরি = শিরঃ + ছেদ শিরশ্ছেদ=শিরঃ+ছেদ শ্রেয়স্কর = শ্রেয়ঃ + কর সদ্যোজাত = সদ্যঃ + জাত সদ্যোমৃত = সদ্যঃ + মৃত হরিশ্চন্দ্র = হরিঃ + চন্দ্র

বাগধারা

  ১. কচুকাটা করা - নির্মমভাবে ধ্বংস করা ২. কচু পোড়া - অখাদ্য ৩. কচ্ছপের কামড় - যা সহজে ছাড়ে না ৪. কলম পেষা - কেরানিগিরি ৫. কলুর বলদ - এক টানা খাটুনি ৬. কথার কথা - গুরুত্বহীন কথা ৭. কাঁঠালের আমসত্ত্ব - অসম্ভব বস্তু ৮. কপাল ফেরা - সৌভাগ্য লাভ ৯. কাকতাল - আকস্মিক/দৈব যোগাযোগজাত ঘটনা ১০. কত ধানে কত চাল - হিসেব করে চলা ১১. কড়ায় গণ্ডায় - পুরোপুরি ১২. কান খাড়া করা - মনোযোগী হওয়া ১৩. কানকাটা - নির্লজ্জ ১৪. কান ভাঙানো - কুপরামর্শ দান ১৫. কান ভারি করা - কুপরামর্শ দান ১৬. কাপুড়ে বাবু - বাহ্যিক সাজ ১৭. কেউ কেটা - গণ্যমান্য ১৮. কেঁচে গণ্ডুষ - পুনরায় আরম্ভ ১৯. কেঁচো খুড়তে সাপ - বিপদজনক পরিস্থিতি ২০. কই মাছের প্রাণ* - যা সহজে মরে না ২১. কুঁড়ের বাদশা - খুব অলস ২২. কাক ভূষণ্ডী - দীর্ঘজীবী ২৩. কেতা দুরস্ত - পরিপাটি ২৪. কাছা আলগা - অসাবধান ২৫. কাঁচা পয়সা - নগদ উপার্জন ২৬. কাঁঠালের আমসত্ত্ব - অসম্ভব বস্তু ২৭. কূপমণ্ডুক - সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, ঘরকুনো ২৮. কাঠের পুতুল - নির্জীব, অসার ২৯. কথ...

এক কথায় প্রকাশ

  ১. অকাল কুষ্মাণ্ড - অপদার্থ, অকেজো ২. অক্কা পাওয়া - মারা যাওয়া ৩. অগাধ জলের মাছ - সুচতুর ব্যক্তি ৪. অর্ধচন্দ্র - গলা ধাক্কা ৫. অন্ধের যষ্ঠি - একমাত্র অবলম্বন ৬. অন্ধের নড়ি - একমাত্র অবলম্বন ৭. অগ্নিশর্মা - নিরতিশয় ক্রুদ্ধ ৮. অগ্নিপরীক্ষা - কঠিন পরীক্ষা ৯. অগ্নিশর্মা - ক্ষিপ্ত ১০. অগাধ জলের মাছ - খুব চালাক ১১. অতি চালাকের গলায় দড়ি - বেশি চাতুর্যের পরিণাম ১২. অতি লোভে তাঁতি নষ্ট - লোভে ক্ষতি ১৩. অদৃষ্টের পরিহাস - বিধির বিড়ম্বনা, ভাগ্যের নিষ্ঠুরতা ১৪. অষ্টরম্ভা - ফাঁকি ১৫. অথৈ জলে পড়া - খুব বিপদে পড়া ১৬. অকূল পাথার*** - ভীষণ বিপদ ১৭. অন্ধকারে ঢিল মারা - আন্দাজে কাজ করা ১৮. অমৃতে অরুচি - দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা ১৯. অগস্ত্য যাত্রা - চির দিনের জন্য প্রস্থান ২০. অল্পবিদ্যা ভয়ংকরী - সামান্য বিদ্যার অহংকার ২১. অনধিকার চর্চা - সীমার বাইরে পদক্ষেপ ২২. অরণ্যে রোদন - নিষ্ফল আবেদন ২৩. অহি-নকুল সম্বন্ধ* - ভীষণ শত্রুতা ২৪. অন্ধকার দেখা - দিশেহারা হয়ে পড়া ২৫. অমাবস্যার চাঁদ** - দুর্লভ বস্তু...

এক কথায় প্রকাশ

অ  ১. অগ্রে যে গমন করে - অগ্রগামী ২. অণুকে দেখা যায় যার দ্বারা - অণুবীক্ষণ ৩. অতর্কিত অবস্থায় আক্রমণকারী - আততায়ী ৪. অতি কষ্টে যা নিবারণ করা যায় - দুর্নিবার ৫. অতিথির আপ্যায়ন - আতিথ্য ৬. অতীত কাহিনী - ইতিহাস ৭. অধিক উক্তি - অত্যুক্তি ৮. অনুকরণ করার ইচ্ছা - অনুচিকীর্ষা ৯. অনুকরণে ইচ্ছুক - অনুচিকীর্ষু ১০. অপকার করার ইচ্ছা - অপচিকীর্ষা ১১. অনুসন্ধান করার ইচ্ছা - অনুসন্ধিৎসা ১২. অবশ্যই যা হবে - অবশ্যম্ভাবী ১৩. অরিকে দমন করে যে - অরিন্দম ১৪. অসূয়া নেই এমন নারী - অনুসূয়া ১৫. অক্ষির অগোচর - পরোক্ষ ১৬. অক্ষির সম্মুখে - প্রত্যক্ষ ১৭. অক্ষীর সমীপে - সমক্ষ ১৮. অগ্রপশ্চাৎ না ভেবে যে কাজ করে - অবিমৃষ্যকারী ১৯. অগ্রে জন্ম যার - অগ্রজ ২০. অন্য উপায় নেই যার - অনন্যোপায় ২১. অন্য কাল - কালান্তর ২২. অন্য কারো প্রতি আসক্ত হয় না যে নারী - অনন্যা ২৩. অন্য দিকে মন নেই যার - অনন্যমনা ২৪. অন্য দেশ - দেশান্তর ২৫. অন্য ভাষায় রূপান্তরিত - অনূদিত ২৬. অর্ধেক রাজী - নিমরাজী ২৭. অগভীর সতর্ক নিদ্রা - কাকনিদ্রা ২৮. অল্প কথা বলে যে - মিতভাষী ২৯. অল্পক্ষণের জন্য - ক্ষণিক ৩০. অশ্বের ডাক - হ্রেষা ৩১. অকালে যে পেকে গেছে...

বিভক্তি কাকে বলে? বিভক্তি কত প্রকার ও কি কি?

 বাক্যের একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের সম্পর্ক স্থাপনের জন্য শব্দগুলোর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত করতে হয়। এই শব্দাংশগুলোকে বলা হয় বিভক্তি। মা শিশু চাঁদ দেখা। উপরের বাক্যটিতে কোন শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত করা হয়নি। ফলে বাক্যের শব্দগুলোর মধ্যে কোন সম্পর্ক সৃষ্টি হয়নি, এবং এগুলো বাক্যও হয়ে উঠতে পারেনি। এখন শিশু’র সঙ্গে কে বিভক্তি আর দেখা’র সঙ্গে চ্ছেন’ বিভক্তি যোগ করলে বাক্যটি হবে- মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। অর্থাৎ, শব্দগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে একটি বাক্য সম্পূর্ণ হলো এবং এখন আর এগুলো শব্দ নয়, এগুলো প্রত্যেকটি একেকটি পদ। শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে তখন সেগুলোকে বলা হয় পদ। বাক্যে বিভক্তি ছাড়া কোন পদ থাকে না বলে ধরা হয়। তাই কোন শব্দে কোন বিভক্তি যোগ করার প্রয়োজন না হলেও ধরে নেয়া হয় তার সঙ্গে একটি বিভক্তি যুক্ত হয়েছে। এবং এই বিভক্তিটিকে বলা হয় শূণ্য বিভক্তি। উপরের বাক্যটিতে ‘মা’ ও ‘চাঁদ’ শব্দদুটির সঙ্গে কোন বিভক্তি যোগ করার প্রয়োজন হয়নি। তাই ধরে নিতে হবে এই শব্দদুটির সঙ্গে শূণ্য বিভক্তি যোগ হয়ে এগুলো বাক্যে ব্যবহৃত হয়েছে, এবং এই দুটিও এখন পদ। মৌলিক বাংলা শব্দ বিভ...

ভ্যালু চেইন কী?what is value Chain?

 ভ্যালু চেইন কী ? What is Value Chain কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য/ সেবা পৌঁছানো পর্যন্ত প্রতিটি স্তরে ভ্যালু সংযোজিত হলে তাকে ভ্যালু চেইন বলা হয় আবার বলা যেতে পারে সরবরাহ শিকলের প্রতিটি স্তরে যখন ভ্যালু সংযোজিত হয় তখন তাকে ভ্যালু চেইন বলা হয়। এ প্রসঙ্গে Kenneth Lysons এবং Brian Farrington তাদের "Purchase and supply chain Management"গ্রন্থে বলেন A value chain is a linear map of the way in which value is added by menas of a process from raw metarials to finished delivered product" উদাহরণের মাধ্যমে ভ্যালু চেইন বিষয়টি উপস্থাপন করা হলো একজন ক্রেতার নিকট আপেল সরবরাহের ক্ষেত্রে নিচের সরবরাহ শিকল ব্যবহৃত হয়। * কৃষক → পাইকারী বিক্রেতা খুচরা বিক্রেতা ⇒ ভোক্ত। এখন উপরের সরবরাহ শিকলের প্রতিটি স্তরে যদি ভ্যালু সংযোজিত হয় যেমন, পর্যায়িতকরণ বাছাইকরণ; মোড়কীকরণ এবং হিমাগারে সংরক্ষণ ইত্যাদি তবে এটিকে ভ্যালু চেইন বলা হবে।

সরবরাহ শিকলের উদ্দেশ্য। objectives of supply chain

সরবরাহ শিকলের উদ্দেশ্য Objectives of Supply Chain ভোক্তা চাহিদা পূরণের লক্ষ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সকল পক্ষকে একত্রে সরবরাহ শিকল বলা হয়। সরবরাহ শিকলের মূল উদ্দেশ্য হচ্ছে যথাসময়ে, যথাস্থানে, সঠিক পণ্যটি ভোক্তার নিকট সরবরাহের মাধ্যমে ভোক্তা সন্তুষ্টি অর্জন করা। এছাড়া সরবরাহ শিকলের অন্যান্য উদ্দেশ্যসমূহ নিচে তুলে ধরা হলো : ভ্যালু সর্বোচ্চকরণ (Value Maximisation): সরবরাহ শিকলের একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে ভ্যালু সর্বোচ্চকরণ। ভ্যালু ( Value) হচ্ছে একটি পণ্যের জন্য ক্রেতার ব্যায়িত অর্থ এবং পণ্য থেকে ক্রেতার প্রত্যাশার মধ্যে পার্থক্য । কাজেই ক্রেতা এবং প্রতিষ্ঠান উভয়ের ভ্যালু সর্বোচ্চকরণের মাধ্যমে সরবরাহ শিকল ব্যবস্থাকে একটি লাভজনক পর্যায়ে উন্নীত করা একটি অন্যতম উদ্দেশ্য । সরবরাহ শিকল উদ্বৃত্ত সৃষ্টি (Generate Supply Chain Surplus) সামগ্রিক সরবরাহ শিকল প্রক্রিয়ায় যে ব্যয় সংঘটিত হয় তার চাইতে পণ্য/ সেবা বিক্রয়ের মাধ্যমে যে আয় হয় তার পরিমাণ বেশি হলে উদ্বৃত্ত সৃষ্টি হবে। সরবরাহ শিকলের উদ্দেশ্য হচ্ছে সুদক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে সরবরাহ শিকল উদ্বৃত্ত তৈরী করা।  প্রতিযোগীতাম...

অনুবাদ। translation Bangla to English

 আমি এটা না করে পারলাম না I could not help doing it সে তার গাড়ি মেরামত করাল ভাবিয়া করিও কাজ He made his car repaired Look before you leap আমাদের রাজা দীর্ঘজীবী হোক May our king long live. তুমি জীবনে উন্নতি কর  May you prosper in life আল্লাহ তোমার মঙ্গল করুন May Allah bless you আমি তোমার সাফল্য কামনা করি I wish you all success মানুষ মৃত্যুকে ভয় না করে পারে না। Man cannot but fear death  নাসরিন সুন্দরী ও মেধাবী উভয়টিই Nasrin is both beautiful and brilliant আমরা খাই যাতে বেঁচে থাকি We eat so that we may live | যদি না তুমি কঠোর পরিশ্রম কর, তুমি পরীক্ষায় ফেল করবে Unless you study hard, you will fail in the exam যতই পড়বে ততই শিখবে The more you read, the more you learn কাক কুৎসিত পাখি The crow is an ugly bird  No one can live without air বাতাস ছাড়া কেউ বাঁচতে পারে না বাঘ হিংস্র পশু The tiger is a ferocious animal ঘড়ির দুইটি কাঁটা আছে The clock has two hands কেই আমাকে সাহায্য করেতে আসেনি Nobody came to help me অলস ব্যক্তি কখনো সুখী হয় না An idle man is never happy এই...

কর্মসূচি কাকে বলে? What is programme?

কর্মসূচি(Programme) কর্মসূচি হচ্ছে একগুচ্ছ সংগঠিত কর্মতৎপরতা, প্রকম্প, প্রক্রিয়া ও সেবাসামগ্রী যা নিঃশেষ উদ্দেশ্যাবলি অর্জনের জন্য পরিচালিত হয়, তাই কোনো বিশেষ উদ্দেশ্যাবলি অর্জনের জন্য কর্মসূচির মেয়াদ ৩ বছর, ৫ বছর বা ১০ বছর মেয়াদি হতে পারে। সংক্ষেপে কর্মসূচিকে বলা যায় একগুচ্ছ প্রকল্প।” যদি বাস্তবায়ন উপযোগী পরিকল্পনার মেয়াদ ৫, ১০ ১৫, ২০, বছর হয় সেই ক্ষেত্রে কোনো বিশেষ কার্য সম্পাদনের জন্য কর্মসূচি পরিচালিত হয় । K. Artto, M. Martinsuo, J. Kujala, "A program is an entity consisting of multiple and interrelated projects, all contributing to the program's common goal." বস্তুত : পরিকল্পনাকে বলা হয় একগুচ্ছ কর্মসূচি। প্রকল্প হলো একটি সংগঠিত ইউনিট যারা পূর্বনির্ধারিত কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে নির্দিষ্ট বাজেট ও সঠিক সময়ে উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে উন্নয়ন কর্মসূচি সম্পাদনে মনোনিবেশ করে ।তবে প্রকল্প ও কর্মসূচি অনেকটা একই রকম মনে হলেও এদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান ।