ভ্যালু চেইন কী?what is value Chain?
ভ্যালু চেইন কী ?
What is Value Chain
কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য/ সেবা পৌঁছানো পর্যন্ত প্রতিটি স্তরে ভ্যালু সংযোজিত হলে তাকে ভ্যালু চেইন বলা হয় আবার বলা যেতে পারে সরবরাহ শিকলের প্রতিটি স্তরে যখন ভ্যালু সংযোজিত হয় তখন তাকে ভ্যালু চেইন বলা হয়। এ প্রসঙ্গে Kenneth Lysons এবং Brian Farrington তাদের "Purchase and supply chain Management"গ্রন্থে বলেন A value chain is a linear map of the way in which value is added by menas of a process from raw metarials to finished delivered product"
উদাহরণের মাধ্যমে ভ্যালু চেইন বিষয়টি উপস্থাপন করা হলো একজন ক্রেতার নিকট আপেল সরবরাহের ক্ষেত্রে নিচের সরবরাহ শিকল ব্যবহৃত হয়।
* কৃষক → পাইকারী বিক্রেতা খুচরা বিক্রেতা ⇒ ভোক্ত।
এখন উপরের সরবরাহ শিকলের প্রতিটি স্তরে যদি ভ্যালু সংযোজিত হয় যেমন, পর্যায়িতকরণ বাছাইকরণ; মোড়কীকরণ এবং হিমাগারে সংরক্ষণ ইত্যাদি তবে এটিকে ভ্যালু চেইন বলা হবে।
Comments
Post a Comment