কর্মসূচি কাকে বলে? What is programme?

কর্মসূচি(Programme)


কর্মসূচি হচ্ছে একগুচ্ছ সংগঠিত কর্মতৎপরতা, প্রকম্প, প্রক্রিয়া ও সেবাসামগ্রী যা নিঃশেষ উদ্দেশ্যাবলি অর্জনের জন্য পরিচালিত


হয়, তাই কোনো বিশেষ উদ্দেশ্যাবলি অর্জনের জন্য কর্মসূচির মেয়াদ ৩ বছর, ৫ বছর বা ১০ বছর মেয়াদি হতে পারে। সংক্ষেপে কর্মসূচিকে বলা যায় একগুচ্ছ প্রকল্প।” যদি বাস্তবায়ন উপযোগী পরিকল্পনার মেয়াদ ৫, ১০ ১৫, ২০, বছর হয় সেই ক্ষেত্রে কোনো বিশেষ কার্য সম্পাদনের জন্য কর্মসূচি পরিচালিত হয় ।


K. Artto, M. Martinsuo, J. Kujala, "A program is an entity consisting of multiple and interrelated projects, all


contributing to the program's common goal." বস্তুত : পরিকল্পনাকে বলা হয় একগুচ্ছ কর্মসূচি।




প্রকল্প হলো একটি সংগঠিত ইউনিট যারা পূর্বনির্ধারিত কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে নির্দিষ্ট বাজেট ও সঠিক সময়ে উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে উন্নয়ন কর্মসূচি সম্পাদনে মনোনিবেশ করে ।তবে প্রকল্প ও কর্মসূচি অনেকটা একই রকম মনে হলেও এদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান । 

Comments

Popular posts from this blog

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মূলধন কাকে বলে?।। What is capital?