বাগধারা

 

১. কচুকাটা করা - নির্মমভাবে ধ্বংস করা

২. কচু পোড়া - অখাদ্য

৩. কচ্ছপের কামড় - যা সহজে ছাড়ে না

৪. কলম পেষা - কেরানিগিরি

৫. কলুর বলদ - এক টানা খাটুনি

৬. কথার কথা - গুরুত্বহীন কথা

৭. কাঁঠালের আমসত্ত্ব - অসম্ভব বস্তু

৮. কপাল ফেরা - সৌভাগ্য লাভ

৯. কাকতাল - আকস্মিক/দৈব যোগাযোগজাত ঘটনা

১০. কত ধানে কত চাল - হিসেব করে চলা

১১. কড়ায় গণ্ডায় - পুরোপুরি

১২. কান খাড়া করা - মনোযোগী হওয়া

১৩. কানকাটা - নির্লজ্জ

১৪. কান ভাঙানো - কুপরামর্শ দান

১৫. কান ভারি করা - কুপরামর্শ দান

১৬. কাপুড়ে বাবু - বাহ্যিক সাজ

১৭. কেউ কেটা - গণ্যমান্য

১৮. কেঁচে গণ্ডুষ - পুনরায় আরম্ভ

১৯. কেঁচো খুড়তে সাপ - বিপদজনক পরিস্থিতি

২০. কই মাছের প্রাণ* - যা সহজে মরে না

২১. কুঁড়ের বাদশা - খুব অলস

২২. কাক ভূষণ্ডী - দীর্ঘজীবী

২৩. কেতা দুরস্ত - পরিপাটি

২৪. কাছা আলগা - অসাবধান

২৫. কাঁচা পয়সা - নগদ উপার্জন

২৬. কাঁঠালের আমসত্ত্ব - অসম্ভব বস্তু

২৭. কূপমণ্ডুক - সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, ঘরকুনো

২৮. কাঠের পুতুল - নির্জীব, অসার

২৯. কথায় চিঁড়ে ভেজা - ফাঁকা বুলিতে কার্যসাধন

৩০. কান পাতলা - সহজেই বিশ্বাসপ্রবণ

৩১. কাছা ঢিলা - অসাবধান

৩২. কুল কাঠের আগুন - তীব্র জ্বালা

৩৩. কেঁচো খুড়তে সাপ - সামান্য থেকে অসামান্য পরিস্থিতি

৩৪. কেউ কেটা - সামান্য

৩৫. কেঁচে গণ্ডুষ - পুনরায় আরম্ভ

৩৬. কৈ মাছের প্রাণ - যা সহজে মরে না 

Comments

Popular posts from this blog

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মূলধন কাকে বলে?।। What is capital?