এক কথায় প্রকাশ

 

১. অকাল কুষ্মাণ্ড - অপদার্থ, অকেজো

২. অক্কা পাওয়া - মারা যাওয়া

৩. অগাধ জলের মাছ - সুচতুর ব্যক্তি

৪. অর্ধচন্দ্র - গলা ধাক্কা

৫. অন্ধের যষ্ঠি - একমাত্র অবলম্বন

৬. অন্ধের নড়ি - একমাত্র অবলম্বন

৭. অগ্নিশর্মা - নিরতিশয় ক্রুদ্ধ

৮. অগ্নিপরীক্ষা - কঠিন পরীক্ষা

৯. অগ্নিশর্মা - ক্ষিপ্ত

১০. অগাধ জলের মাছ - খুব চালাক

১১. অতি চালাকের গলায় দড়ি - বেশি চাতুর্যের পরিণাম

১২. অতি লোভে তাঁতি নষ্ট - লোভে ক্ষতি

১৩. অদৃষ্টের পরিহাস - বিধির বিড়ম্বনা, ভাগ্যের নিষ্ঠুরতা

১৪. অষ্টরম্ভা - ফাঁকি

১৫. অথৈ জলে পড়া - খুব বিপদে পড়া

১৬. অকূল পাথার*** - ভীষণ বিপদ

১৭. অন্ধকারে ঢিল মারা - আন্দাজে কাজ করা

১৮. অমৃতে অরুচি - দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা

১৯. অগস্ত্য যাত্রা - চির দিনের জন্য প্রস্থান

২০. অল্পবিদ্যা ভয়ংকরী - সামান্য বিদ্যার অহংকার

২১. অনধিকার চর্চা - সীমার বাইরে পদক্ষেপ

২২. অরণ্যে রোদন - নিষ্ফল আবেদন

২৩. অহি-নকুল সম্বন্ধ* - ভীষণ শত্রুতা

২৪. অন্ধকার দেখা - দিশেহারা হয়ে পড়া

২৫. অমাবস্যার চাঁদ** - দুর্লভ বস্তু

২৬. অনুরোধে ঢেঁকি গেলা - অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেয়া 

Comments

Popular posts from this blog

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মূলধন কাকে বলে?।। What is capital?