এক কথায় প্রকাশ
১. অকাল কুষ্মাণ্ড - অপদার্থ, অকেজো
২. অক্কা পাওয়া - মারা যাওয়া
৩. অগাধ জলের মাছ - সুচতুর ব্যক্তি
৪. অর্ধচন্দ্র - গলা ধাক্কা
৫. অন্ধের যষ্ঠি - একমাত্র অবলম্বন
৬. অন্ধের নড়ি - একমাত্র অবলম্বন
৭. অগ্নিশর্মা - নিরতিশয় ক্রুদ্ধ
৮. অগ্নিপরীক্ষা - কঠিন পরীক্ষা
৯. অগ্নিশর্মা - ক্ষিপ্ত
১০. অগাধ জলের মাছ - খুব চালাক
১১. অতি চালাকের গলায় দড়ি - বেশি চাতুর্যের পরিণাম
১২. অতি লোভে তাঁতি নষ্ট - লোভে ক্ষতি
১৩. অদৃষ্টের পরিহাস - বিধির বিড়ম্বনা, ভাগ্যের নিষ্ঠুরতা
১৪. অষ্টরম্ভা - ফাঁকি
১৫. অথৈ জলে পড়া - খুব বিপদে পড়া
১৬. অকূল পাথার*** - ভীষণ বিপদ
১৭. অন্ধকারে ঢিল মারা - আন্দাজে কাজ করা
১৮. অমৃতে অরুচি - দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা
১৯. অগস্ত্য যাত্রা - চির দিনের জন্য প্রস্থান
২০. অল্পবিদ্যা ভয়ংকরী - সামান্য বিদ্যার অহংকার
২১. অনধিকার চর্চা - সীমার বাইরে পদক্ষেপ
২২. অরণ্যে রোদন - নিষ্ফল আবেদন
২৩. অহি-নকুল সম্বন্ধ* - ভীষণ শত্রুতা
২৪. অন্ধকার দেখা - দিশেহারা হয়ে পড়া
২৫. অমাবস্যার চাঁদ** - দুর্লভ বস্তু
২৬. অনুরোধে ঢেঁকি গেলা - অনুরোধে দুরূহ কাজ সম্পন্ন করতে সম্মতি দেয়া
Comments
Post a Comment