এক কথায় প্রকাশ
অ
১. অগ্রে যে গমন করে - অগ্রগামী
২. অণুকে দেখা যায় যার দ্বারা - অণুবীক্ষণ
৩. অতর্কিত অবস্থায় আক্রমণকারী - আততায়ী
৪. অতি কষ্টে যা নিবারণ করা যায় - দুর্নিবার
৫. অতিথির আপ্যায়ন - আতিথ্য
৬. অতীত কাহিনী - ইতিহাস
৭. অধিক উক্তি - অত্যুক্তি
৮. অনুকরণ করার ইচ্ছা - অনুচিকীর্ষা
৯. অনুকরণে ইচ্ছুক - অনুচিকীর্ষু
১০. অপকার করার ইচ্ছা - অপচিকীর্ষা
১১. অনুসন্ধান করার ইচ্ছা - অনুসন্ধিৎসা
১২. অবশ্যই যা হবে - অবশ্যম্ভাবী
১৩. অরিকে দমন করে যে - অরিন্দম
১৪. অসূয়া নেই এমন নারী - অনুসূয়া
১৫. অক্ষির অগোচর - পরোক্ষ
১৬. অক্ষির সম্মুখে - প্রত্যক্ষ
১৭. অক্ষীর সমীপে - সমক্ষ
১৮. অগ্রপশ্চাৎ না ভেবে যে কাজ করে - অবিমৃষ্যকারী
১৯. অগ্রে জন্ম যার - অগ্রজ
২০. অন্য উপায় নেই যার - অনন্যোপায়
২১. অন্য কাল - কালান্তর
২২. অন্য কারো প্রতি আসক্ত হয় না যে নারী - অনন্যা
২৩. অন্য দিকে মন নেই যার - অনন্যমনা
২৪. অন্য দেশ - দেশান্তর
২৫. অন্য ভাষায় রূপান্তরিত - অনূদিত
২৬. অর্ধেক রাজী - নিমরাজী
২৭. অগভীর সতর্ক নিদ্রা - কাকনিদ্রা
২৮. অল্প কথা বলে যে - মিতভাষী
২৯. অল্পক্ষণের জন্য - ক্ষণিক
৩০. অশ্বের ডাক - হ্রেষা
৩১. অকালে যে পেকে গেছে - অকালপক্ব
৩২. অগ্রসর হয়ে অভ্যর্থনা - প্রত্যুদ্গমন
৩৩. অশ্রুর দ্বারা সিক্ত - অশ্রুসিক্ত
৩৪. অস্ত্রের দ্বারা উপচার - অস্ত্রোপচার
৩৫. অহঙ্কার করে যে - অহঙ্কারী
Comments
Post a Comment