স্মারকলিপি কি?সংঘ স্মারক কি? পরিমেল নিয়মাবলি কি?what is memorandum?

 সংঘ-স্মারক বা পরিমেল বন্ধ/ স্মারকলিপি

Memorandum of Association


যৌথ মূলধনী কোম্পানির  ক্ষেত্রে সংঘস্মারক বা স্মারকলিপি হচ্ছে গঠনতন্ত্রের মূল দলিল বা সংবিধান যাতে কোম্পানির মূল বিষয়াবলি অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ (এতে কোম্পানির কার্য পরিচালনার অভ্যন্তরীণ ও বাহ্যিক যাবতীয় নিয়ম পদ্ধতি লিখা থাকে)। বলা যায় যে, (যে দলিল যৌথমূলধনী কোম্পানির  নাম ঠিকানা-পরিচালনা পদ্ধতির উদ্দেশ্য, দায় এবং ক্ষমতা ও মূলধন সম্পর্কে অন্তর্ভুক্ত থাকে তাকে সংঘস্মারক বা স্বারকলিপি বলে।) ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২(১) (ক) ধারায় বলা হয়েছে “সংঘস্মারক বলতে এ আইনের বিধান অনুসারে প্রণীত


কোম্পানির মূল সংঘ স্মারক বা পরবর্তীতে এর সংশোধিত রূপকে বুঝায়।”


(Memorandum means the memorandum of association of a company as originally framed or as altered in persuance of this Act- companies Act. 1994. SeP 2(1))


১ বিচারপতি লর্ড কেয়ানর্স বলেন, “স্মারকলিপি হচ্ছে কোম্পানির সনদ যা আইনের বলে গঠিত কোম্পানির ক্ষমতার সীমা নির্দেশ করে।” ("The memorandum of association of a company is its charter and defines its limitation of the powers of the company established under the act.")


২। Charlesworth মতে, সংঘস্মারক হচ্ছে নিবন্ধিত কোম্পানির সনদ যা কোম্পানির ক্ষমতাকে সংজ্ঞায়িত করে।

আরও পড়ুনঃ শেয়ার মূলধন কাকে বলে?


৩। Lord Macmillan (লর্ড ম্যাকমিলান) এর মতে, “সংঘস্মারকের উদ্দেশ্য হচ্ছে কোম্পানির সাথে সম্পর্কিত শেয়ার মালিক-দেনাদার এবং অন্যদের কাজের আওতাকে নির্দিষ্ট করাকে বুঝায়।" ("The purpose of memorandum is to enable the shareholders, creditors and those who deal with the company to know its permitted range of activities.")


উপরিউক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে, সংঘস্মারক বা স্মারকলিপি হচ্ছে কোম্পানির মূল সনদ যাতে এর ক্ষমতা, উদ্দেশ্য ও সীমা নির্দেশ করে।

Comments

Popular posts from this blog

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মূলধন কাকে বলে?।। What is capital?