শেয়ার মূলধন কাকে বলে? what is Share capital?

 শেয়ার মূলধন


Share Capital


 কোম্পানির মূলধনকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র সমান এককে বিভক্ত করা হয়। মূলধনের এরূপ সমান অংশের এককগুলোকে শেয়ার বলে । প্রতিটি শেয়ার কোম্পানির মূলধনের অংশ বলে তা ক্রয়ের মাধ্যমে শেয়ারহোল্ডারগণ কোম্পানির আংশিক মালিকানা স্বত্ব লাভ করে। যদিও শেয়ারহোল্ডারগণ কোম্পানির মালিক কিনা তা নিয়ে বিতর্ক আছে। এ প্রসঙ্গে National Of Textile Worker's Union etc. Vs. P. R. Ramkrishnan and Others [AIR (1983) Supreme Court 75] মামলার রায় প্রতিধানযোগ্য। তবে যারা কোম্পানির শেয়ার ক্রয় করে তারা কোম্পানির লভ্যাংশের অধিকারী হয়। কোম্পানির বিলোপসাধন ঘটলে শেয়ারহোল্ডারগণ কোম্পানির সম্পত্তিতে প্রদত্ত মূলধনের আনুপাতিক অংশ ফেরত পাওয়ার অধিকারী হয় । শেয়ারহোল্ডারগণ কর্তৃক নির্বাচিত পরিচালকগণ কোম্পানি পরিচালনা করেন। কোম্পানির শেয়ার সংঘবিধির অনুযায়ী হস্তান্তরযোগ্য বলে বিবেচিত হবে। 


১৯৯৪ সালের কোম্পানি আইনের ২(১)(ধ) ধারায় বলা হয়েছে,“শেয়ার বলতে কোম্পানির মূলধনের কোন অংশকে

বুঝাবে এবং ব্যক্ত বা অব্যক্ত কোন স্টক বা শেয়ারের পার্থক্য প্রকাশ পেলে সে স্টক ব্যতিত অন্যান্য স্টকও এই সংজ্ঞার আওতাভুক্ত।” ("share " means a share in the capital of the company, and includes stock except dire when a distinction between stock and shares is expressed or implied. Sec. 2(1)(v))


জে. কে. মিত্র বলেন,“কোম্পানির শেয়ার মূলধন কতগুলো নির্দিষ্ট মূল্যের এককে বিভক্ত থাকে এদের প্রত্যেকটিকে শেয়ার বলে।” (The share capital of a company is divided into large units with a definite face value.


Each of these small units is called a share. - J. K. Mitra )


চার্লস জে. ওয়েলফেল এর মতে,“কোম্পানি মূলধনের একক, অংশবিশেষ বা ভগ্নাংশকে শেয়ার বলে।” (Share is a small unit, portion or fractional part into which the capital stock of a corporation is divided. Charles J. Woelfel)


আরও পড়ুনঃব্যক্তিত্ব কী?

মূলধন কী? ক্যাপিটাল কাকে বলে?


পরিশেষে বলা যায় যে, শেয়ার হচ্ছে কোম্পানির মালিকানার একটি একক যা কোম্পানির মূলধনের আনুপাতিক প্রতিনিধিত্ব


প্রকাশ করে । যা শেয়ারহোল্ডারকে কোম্পানির লভ্যাংশ দাবি করার অধিকার এবং লোকসান বা ঋণ বহনের বাধ্যবাধকতা সৃষ্টি করে। ব্যবহারের তারতম্য অনুসারে মূলধনকে দু ভাগে ভাগ করা যায়— 

১। স্থায়ী মূলধন (Fixed Capital) : মূলধনের যে অংশ কোন স্থাবর সম্পত্তি বা সম্পদ কেনার জন্য ব্যবহার করা হয় তাকে স্থায়ী মূলধন বলে। এরূপ সম্পত্তি সমূহ কোম্পানির উৎপাদন কাজে ব্যবহার করা হয়। যেমন: জমি, দালান,যন্ত্রপাতি, ইত্যাদি।


২। চলতি মূলধন (Working Capital) : কোম্পানির আয় বৃদ্ধির জন্য স্থায়ী মূলধন বাদে কোম্পানির প্রতিদিনের কাজকর্ম চালানোর জন্য যে নগদ অর্থের প্রয়োজন হয় তাকে চলতি মূলধন বলে। যেমন কাঁচামাল, মজুরদের মজুরী, বেতন ইত্যাদি । উপরের আলোচনা থেকে বলা যায় যে, কোম্পানির পরিমেল বন্ধ ও পরিমেল নিয়মাবলির ক্ষমতাবলে কোম্পানি পরিচালনার জন্য যে নগদ অর্থ ও স্থাবর ও অস্থাবর সম্পত্তির প্রয়োজন হয় তাকে কোম্পানির শেয়ার মূলধন বলে।

Comments

Popular posts from this blog

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মূলধন কাকে বলে?।। What is capital?