Posts

সাম্প্রতিক প্রশ্ন

 #সাম্প্রতিক প্রশ্ন: 1)বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রপতি কে? উত্তর: আব্দুল হামিদ। 2) নবনির্বাচিত রাষ্টপতি কে? উত্তর : মোঃ সাহাবুদ্দিন চুপ্পু- (২২তম)। (জেলা : পাবনা, উপজেলা : সদর, গ্রাম: শিবরামপুর)। 3)বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আত্মজীবনী গ্রন্থ কোনটি? উত্তর : আমার জীবননীতি আমার রাজনীতি। 4) একুশে পদক ২০২৩ লাভ করেছেন-  উত্তর : ১৯ বিশিষ্ট ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান। 5)একুশে পদক ২০২৩ কোন দুটি প্রতিষ্ঠান লাভ করেছেন  উত্তর : বিদ্যানন্দ ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় জাদুঘর। 6) বর্তমানে বাংলাদেশের দ্রুততম মানব ও মানবী কে?  উত্তর : দ্রুততম মানব : ইমরানুর রহমান, দ্রততম মানবী : শিরিন আক্তার (১০০ মিটার স্প্রিন্টে)। 7)সম্প্রতি সিরিয়া ও তুরস্কে স্মরণকালের প্রলয়ঙ্কারী ভূমিকম্পটি কত তারিখে সংঘটিত হয়? উত্তর : ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ইং । 8) ৬ ফেব্রুয়ারি, ২০২৩ সিরিয়া ও তুরস্কে সংঘটিত স্মরণকালের প্রলয়ঙ্কারী ভূমিকম্পটি ছিল? উত্তর : ৭.৮ মাত্রার।  9) সম্প্রতি নিউজিল্যান্ডে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়টির নাম? উত্তর : গ্যাব্রিয়েলা। 10) বর্তমানে বাংলাদেশে মাথাপিছু আয়? উত্তর : ২,৭৯৩ ম...

বিসর্গসন্ধি

 নির্মল=নিঃ + মল নিশ্চয়= নিঃ + চয় নিরাপদ = নিঃ + আপদ নিষ্কৃতি = নিঃ + কৃতি পুনর্মিলন= পুনঃ + মিলন পুনঃপুন= পুনঃ + পুনঃ পুনরাবৃত্তি= পুনঃ + আবৃত্তি পুনর্বাসন= পুনঃ + বাসন প্রাতরাশ= প্রাতঃ + আশ বহিষ্কার=বহিঃ + কার বাচস্পতি = বাচঃ + পতি বয়ঃ + বৃদ্ধ বয়োবৃদ্ধ =বয়ঃ+বৃদ্ধ  ভাস্কর =ভাঃ + কর  ভ্রাতুষ্পুত্র = ভ্রাতুঃ + পুত্র মনস্তাপ =মনঃ + তাপ মনোজ = মনঃ + জ মনোযোগ = মনঃ + যোগ যশইচ্ছা =যশঃ + ইচ্ছা যশোভিলাষ = যশঃ + অভিলাষ যশোলাভ = যশঃ + লাভ শিরউপরি = শিরঃ + উপরি = শিরঃ + ছেদ শিরশ্ছেদ=শিরঃ+ছেদ শ্রেয়স্কর = শ্রেয়ঃ + কর সদ্যোজাত = সদ্যঃ + জাত সদ্যোমৃত = সদ্যঃ + মৃত হরিশ্চন্দ্র = হরিঃ + চন্দ্র

বাগধারা

  ১. কচুকাটা করা - নির্মমভাবে ধ্বংস করা ২. কচু পোড়া - অখাদ্য ৩. কচ্ছপের কামড় - যা সহজে ছাড়ে না ৪. কলম পেষা - কেরানিগিরি ৫. কলুর বলদ - এক টানা খাটুনি ৬. কথার কথা - গুরুত্বহীন কথা ৭. কাঁঠালের আমসত্ত্ব - অসম্ভব বস্তু ৮. কপাল ফেরা - সৌভাগ্য লাভ ৯. কাকতাল - আকস্মিক/দৈব যোগাযোগজাত ঘটনা ১০. কত ধানে কত চাল - হিসেব করে চলা ১১. কড়ায় গণ্ডায় - পুরোপুরি ১২. কান খাড়া করা - মনোযোগী হওয়া ১৩. কানকাটা - নির্লজ্জ ১৪. কান ভাঙানো - কুপরামর্শ দান ১৫. কান ভারি করা - কুপরামর্শ দান ১৬. কাপুড়ে বাবু - বাহ্যিক সাজ ১৭. কেউ কেটা - গণ্যমান্য ১৮. কেঁচে গণ্ডুষ - পুনরায় আরম্ভ ১৯. কেঁচো খুড়তে সাপ - বিপদজনক পরিস্থিতি ২০. কই মাছের প্রাণ* - যা সহজে মরে না ২১. কুঁড়ের বাদশা - খুব অলস ২২. কাক ভূষণ্ডী - দীর্ঘজীবী ২৩. কেতা দুরস্ত - পরিপাটি ২৪. কাছা আলগা - অসাবধান ২৫. কাঁচা পয়সা - নগদ উপার্জন ২৬. কাঁঠালের আমসত্ত্ব - অসম্ভব বস্তু ২৭. কূপমণ্ডুক - সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, ঘরকুনো ২৮. কাঠের পুতুল - নির্জীব, অসার ২৯. কথ...

এক কথায় প্রকাশ

  ১. অকাল কুষ্মাণ্ড - অপদার্থ, অকেজো ২. অক্কা পাওয়া - মারা যাওয়া ৩. অগাধ জলের মাছ - সুচতুর ব্যক্তি ৪. অর্ধচন্দ্র - গলা ধাক্কা ৫. অন্ধের যষ্ঠি - একমাত্র অবলম্বন ৬. অন্ধের নড়ি - একমাত্র অবলম্বন ৭. অগ্নিশর্মা - নিরতিশয় ক্রুদ্ধ ৮. অগ্নিপরীক্ষা - কঠিন পরীক্ষা ৯. অগ্নিশর্মা - ক্ষিপ্ত ১০. অগাধ জলের মাছ - খুব চালাক ১১. অতি চালাকের গলায় দড়ি - বেশি চাতুর্যের পরিণাম ১২. অতি লোভে তাঁতি নষ্ট - লোভে ক্ষতি ১৩. অদৃষ্টের পরিহাস - বিধির বিড়ম্বনা, ভাগ্যের নিষ্ঠুরতা ১৪. অষ্টরম্ভা - ফাঁকি ১৫. অথৈ জলে পড়া - খুব বিপদে পড়া ১৬. অকূল পাথার*** - ভীষণ বিপদ ১৭. অন্ধকারে ঢিল মারা - আন্দাজে কাজ করা ১৮. অমৃতে অরুচি - দামি জিনিসের প্রতি বিতৃষ্ণা ১৯. অগস্ত্য যাত্রা - চির দিনের জন্য প্রস্থান ২০. অল্পবিদ্যা ভয়ংকরী - সামান্য বিদ্যার অহংকার ২১. অনধিকার চর্চা - সীমার বাইরে পদক্ষেপ ২২. অরণ্যে রোদন - নিষ্ফল আবেদন ২৩. অহি-নকুল সম্বন্ধ* - ভীষণ শত্রুতা ২৪. অন্ধকার দেখা - দিশেহারা হয়ে পড়া ২৫. অমাবস্যার চাঁদ** - দুর্লভ বস্তু...

এক কথায় প্রকাশ

অ  ১. অগ্রে যে গমন করে - অগ্রগামী ২. অণুকে দেখা যায় যার দ্বারা - অণুবীক্ষণ ৩. অতর্কিত অবস্থায় আক্রমণকারী - আততায়ী ৪. অতি কষ্টে যা নিবারণ করা যায় - দুর্নিবার ৫. অতিথির আপ্যায়ন - আতিথ্য ৬. অতীত কাহিনী - ইতিহাস ৭. অধিক উক্তি - অত্যুক্তি ৮. অনুকরণ করার ইচ্ছা - অনুচিকীর্ষা ৯. অনুকরণে ইচ্ছুক - অনুচিকীর্ষু ১০. অপকার করার ইচ্ছা - অপচিকীর্ষা ১১. অনুসন্ধান করার ইচ্ছা - অনুসন্ধিৎসা ১২. অবশ্যই যা হবে - অবশ্যম্ভাবী ১৩. অরিকে দমন করে যে - অরিন্দম ১৪. অসূয়া নেই এমন নারী - অনুসূয়া ১৫. অক্ষির অগোচর - পরোক্ষ ১৬. অক্ষির সম্মুখে - প্রত্যক্ষ ১৭. অক্ষীর সমীপে - সমক্ষ ১৮. অগ্রপশ্চাৎ না ভেবে যে কাজ করে - অবিমৃষ্যকারী ১৯. অগ্রে জন্ম যার - অগ্রজ ২০. অন্য উপায় নেই যার - অনন্যোপায় ২১. অন্য কাল - কালান্তর ২২. অন্য কারো প্রতি আসক্ত হয় না যে নারী - অনন্যা ২৩. অন্য দিকে মন নেই যার - অনন্যমনা ২৪. অন্য দেশ - দেশান্তর ২৫. অন্য ভাষায় রূপান্তরিত - অনূদিত ২৬. অর্ধেক রাজী - নিমরাজী ২৭. অগভীর সতর্ক নিদ্রা - কাকনিদ্রা ২৮. অল্প কথা বলে যে - মিতভাষী ২৯. অল্পক্ষণের জন্য - ক্ষণিক ৩০. অশ্বের ডাক - হ্রেষা ৩১. অকালে যে পেকে গেছে...

বিভক্তি কাকে বলে? বিভক্তি কত প্রকার ও কি কি?

 বাক্যের একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের সম্পর্ক স্থাপনের জন্য শব্দগুলোর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত করতে হয়। এই শব্দাংশগুলোকে বলা হয় বিভক্তি। মা শিশু চাঁদ দেখা। উপরের বাক্যটিতে কোন শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত করা হয়নি। ফলে বাক্যের শব্দগুলোর মধ্যে কোন সম্পর্ক সৃষ্টি হয়নি, এবং এগুলো বাক্যও হয়ে উঠতে পারেনি। এখন শিশু’র সঙ্গে কে বিভক্তি আর দেখা’র সঙ্গে চ্ছেন’ বিভক্তি যোগ করলে বাক্যটি হবে- মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। অর্থাৎ, শব্দগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে একটি বাক্য সম্পূর্ণ হলো এবং এখন আর এগুলো শব্দ নয়, এগুলো প্রত্যেকটি একেকটি পদ। শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে তখন সেগুলোকে বলা হয় পদ। বাক্যে বিভক্তি ছাড়া কোন পদ থাকে না বলে ধরা হয়। তাই কোন শব্দে কোন বিভক্তি যোগ করার প্রয়োজন না হলেও ধরে নেয়া হয় তার সঙ্গে একটি বিভক্তি যুক্ত হয়েছে। এবং এই বিভক্তিটিকে বলা হয় শূণ্য বিভক্তি। উপরের বাক্যটিতে ‘মা’ ও ‘চাঁদ’ শব্দদুটির সঙ্গে কোন বিভক্তি যোগ করার প্রয়োজন হয়নি। তাই ধরে নিতে হবে এই শব্দদুটির সঙ্গে শূণ্য বিভক্তি যোগ হয়ে এগুলো বাক্যে ব্যবহৃত হয়েছে, এবং এই দুটিও এখন পদ। মৌলিক বাংলা শব্দ বিভ...

ভ্যালু চেইন কী?what is value Chain?

 ভ্যালু চেইন কী ? What is Value Chain কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য/ সেবা পৌঁছানো পর্যন্ত প্রতিটি স্তরে ভ্যালু সংযোজিত হলে তাকে ভ্যালু চেইন বলা হয় আবার বলা যেতে পারে সরবরাহ শিকলের প্রতিটি স্তরে যখন ভ্যালু সংযোজিত হয় তখন তাকে ভ্যালু চেইন বলা হয়। এ প্রসঙ্গে Kenneth Lysons এবং Brian Farrington তাদের "Purchase and supply chain Management"গ্রন্থে বলেন A value chain is a linear map of the way in which value is added by menas of a process from raw metarials to finished delivered product" উদাহরণের মাধ্যমে ভ্যালু চেইন বিষয়টি উপস্থাপন করা হলো একজন ক্রেতার নিকট আপেল সরবরাহের ক্ষেত্রে নিচের সরবরাহ শিকল ব্যবহৃত হয়। * কৃষক → পাইকারী বিক্রেতা খুচরা বিক্রেতা ⇒ ভোক্ত। এখন উপরের সরবরাহ শিকলের প্রতিটি স্তরে যদি ভ্যালু সংযোজিত হয় যেমন, পর্যায়িতকরণ বাছাইকরণ; মোড়কীকরণ এবং হিমাগারে সংরক্ষণ ইত্যাদি তবে এটিকে ভ্যালু চেইন বলা হবে।