সাম্প্রতিক প্রশ্ন

 #সাম্প্রতিক প্রশ্ন:


1)বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রপতি কে?

উত্তর: আব্দুল হামিদ।


2) নবনির্বাচিত রাষ্টপতি কে?

উত্তর : মোঃ সাহাবুদ্দিন চুপ্পু- (২২তম)। (জেলা : পাবনা, উপজেলা : সদর, গ্রাম: শিবরামপুর)।


3)বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আত্মজীবনী গ্রন্থ কোনটি?

উত্তর : আমার জীবননীতি আমার রাজনীতি।


4) একুশে পদক ২০২৩ লাভ করেছেন- 

উত্তর : ১৯ বিশিষ্ট ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান।


5)একুশে পদক ২০২৩ কোন দুটি প্রতিষ্ঠান লাভ করেছেন 

উত্তর : বিদ্যানন্দ ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় জাদুঘর।


6) বর্তমানে বাংলাদেশের দ্রুততম মানব ও মানবী কে? 

উত্তর : দ্রুততম মানব : ইমরানুর রহমান, দ্রততম মানবী : শিরিন আক্তার (১০০ মিটার স্প্রিন্টে)।


7)সম্প্রতি সিরিয়া ও তুরস্কে স্মরণকালের প্রলয়ঙ্কারী ভূমিকম্পটি কত তারিখে সংঘটিত হয়?

উত্তর : ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ইং ।


8) ৬ ফেব্রুয়ারি, ২০২৩ সিরিয়া ও তুরস্কে সংঘটিত স্মরণকালের প্রলয়ঙ্কারী ভূমিকম্পটি ছিল?

উত্তর : ৭.৮ মাত্রার।


 9) সম্প্রতি নিউজিল্যান্ডে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়টির নাম?

উত্তর : গ্যাব্রিয়েলা।


10) বর্তমানে বাংলাদেশে মাথাপিছু আয়?

উত্তর : ২,৭৯৩ মার্কিন ডলার।


11) বর্তমানে বাংলাদেশে মাথাপিছু জিডিপি কত

উত্তর : ২,৬৮৭ মার্কিন ডলার।


12) বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত?

উত্তর : ৭.১০% । (কৃষিতে প্রবৃদ্ধি : ৩.০৫%, শিল্পতে প্রবৃদ্ধি : ৯.৮৬%, সেবাতে প্রবৃদ্ধি : ৬.২৬%)।


13) বর্তমানে বাংলাদেশে জিডিপিতে অবদান কত? 

উত্তর : কৃষি খাত ১১.৬১% (মৎস্য ২.৫৩%), শিল্প খাত ৩৬.৯২%, সেবা খাত ৫১.৪৮%।


14)দেশের প্রথম পাতাল রেল MRT-1 এর নির্মাণ কাজ উদ্বোধন করা হয় কবে?

উত্তর : ২ ফেব্রুয়ারি, ২০২৩। (দৈর্ঘ্য-৩১.২৪১ কিমি) > দেশের 


প্রথম 'স্মার্ট' উপজেলা' কোনটি?

উত্তর : মাদারীপুরের “শিবচর উপজেলা। (উদ্বোধন করা হয়েছে - ৩১ জানুয়ারি, ২০২৩)। 

15) দেশের প্রথম ডিজিটাল ক্যাশলেস ইউপি সেবা চালু হয় কোথায়?

উত্তর : পঞ্চগড়ে।


16)প্রথমবারের মতো অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

উত্তর : বাংলাদেশ।


17) দেশে প্রথম মরণোত্তর কিডনি দানকারী ব্যক্তি কে?

উত্তর : সারা ইসলাম।


18) দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হয়?

উত্তর : ২৮ ডিসেম্বর, ২০২২।


19) মেট্রোরেলের লোগোর ডিজাইনার কে? 

উত্তর : আলী আহসান, চারুকলা, ঢাবি।

Comments

Popular posts from this blog

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মূলধন কাকে বলে?।। What is capital?