কম্পিউটার বাস কি। কম্পিউটার বাস এর শ্রেণীবিভাগ। কম্পিউটার বাস এর বৈশিষ্ট্য
কম্পিউটার বাস
কম্পিউটারে হার্ডওয়্যারগত যোগাযোগ রক্ষার জন্য এক ধরনের ধাতব বিদ্যুৎ পরিবাহী লাইন বা তারকে বলা হয় বাস।অর্থাৎ বাস হচ্ছে একগুচ্ছ তার যার মধ্যে দিয়ে ডিজিটাল সংকেত ১বা ০ চলাচল করতে পারে।
বাসেরসাথে সংযোগকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে মাইক্রোপ্রসেসর বা সিপিইউ, ডিস্ক ড্রাইভ কন্ট্রোলার, মেমোরি, ইনপুট/ অউটপুট ডিভাইস ইত্যাদি।মেমোরি থেকে প্রসেসর,প্রসেসর থেকে মেমোরিতে,ইনপুট/আউটপুট ডিভাইস এবং অন্যান্য অংশে বাসের মাধ্যমে ডিজিটাল সংকেত চলাচল করতে পারে না।
একটি বাসের ক্ষমতা বা প্রশস্থাতা নির্ভর করে ঐ বাসের ভিতর দিয়ে একক সময়ে কতগুলো বিট চলাচল করতে পারে।১৬বিটের ডেটাবাস মানে হলো ঐ বাসের ভিতর দিয়ে একক সময়ে ১৬টি বিট চলাচল করতে পারে। বাসের প্রশস্থতা যত বেশি হবে কম্পিউটার ডেটা তত দ্রুত চলাচল করতে পারবে।আবার ৮বিটের ডেটাবাস ঐ বাসের ভিতর দিয়ে একক সময়ে ৮টি বিট চলাচল করতে পারে। অর্থাৎ একটি ৮বিট প্রসেসরের বাস সংগঠন ও কর্মক্ষমতা অবশ্যই একটি ১৬বিটের মাইক্রোপ্রসেসরের তুলনায় দুর্বল। তেমনি ১৬ বিটের প্রসেসর এর তুলনায় ৩২ বিটের প্রসেসর বাস সংগঠন ও কার্যক্ষমতা অনেক বেশি।
কম্পিউটার বাসের বৈশিষ্ট্য :
১।কোনো বাসের একটি লাইন দিয়ে একসাথে একাধিক ডিজিটাল সংকেত চলাচল করতে পারে না।
২।বাসের ক্ষমতা বা প্রশস্থতা নির্ভর করে ঐ বাসের ভিতর দিয়ে একক সময়ে কতগুলো বিট চলাচল করতে পারে।
৩।বাসের প্রশস্থতা যত বেশি হবে কম্পিউটার ডেটা তত দ্রুত চলাচল করতে পারবে।
৪।মেমোরি থেকে প্রসেসর, প্রসেসর থেকে মেমোরিতে,ইনপুট /আউটপুট ডিভাইস এবং অন্যান্য অংশে বাসের মাধ্যমে ডিজিটাল সংকেত ১বা ০ চলাচল করে ।
৫।বাসের গতি মাপা হয় মেগাহার্টিজে বাসের গতি ৮মেগাহার্টজ থেকে শুরু করে ১৩৩ মেগাহার্টজ, ২০০মেগাহার্টজ, ১.২ গিগাহার্টজ বা তার বেশি গিগাহার্টজ হতে পারে।
আরও পড়ুনঃ
USB বাস কি? ইউএসবি বাসের বৈশিষ্ট্য
কম্পিউটার বাসের শ্রেণীবিভাগঃ
কম্পিউটার বাসকে প্রধানত ২ভাগে ভাগ করা যায়।যথাঃ
১।সিস্টেম বাস(System bus)
২।এক্সপানশন বাস(Expansion bus)
১।সিস্টেম বাসঃ
যে সমস্ত বাস সিপিইউ বা মাইক্রোপ্রসেসর এর সাথে সরাসরি সংযুক্ত থাকে তাকে সিস্টেম বাস বলে। সিস্টেম বাসের সাহায্যে সিপিইউ মেমোরি এবং অন্যান্য অংশের সাথে যোগাযোগ রক্ষা করে।সিস্টেম বাসকে ইন্টারনাল বাসও বলা হয়।
সিস্টেম বাসকে আবার ব্যবহারিক দিক থেকে ৩ভাগে ভাগ করা যায়।যথাঃ-
1.ডেটা বাস
2.এড্রেস বাস
3.কন্ট্রোল বাস
ডেটা বাসঃ
ডেটা বাসের মাধ্যমে কম্পিউটার ইনপুট /আউটপুট ডিভাইস থেকে সিপিইউ এবং সিপিইউ থেকে মেমোরি বা মেমোরি থেকে সিপিইউ বা মেমরি থেকে ইনপুট/ আউটপুট ডিভাইসের মধ্যে তথ্য আদান-প্রদান করে।ডেটা বাসের মধ্যে উভয় দিকেই তথ্য যাতায়াত করে তাই একে দ্বিমুখী বাস বলা হয়।
এড্রেস বাসঃ
এড্রেস বাসের সাহায্যে সিপিইউ মেমরির কোনো বিশেষ ঠিকানার সাথে যোগাযোগ করে।এটি একমুখী বাস অর্থাৎ এড্রেস বাসের সাহায্যে সিপিইউ থেকে তথ্য সর্বদা অন্যান্য অংশে ছড়িয়ে যায়।
কন্ট্রোল বাসঃ
কন্ট্রোল বাসের মাধ্যমে সিপিইউ থেকে নিয়ন্ত্রণ নির্দেশ কম্পিউটারের বিভিন্ন অংশে যায়।অর্থাৎ কম্পিউটারের ভিতর যোগাযোগ নিয়ন্ত্রণকারী বাস হচ্ছে কন্ট্রোল বাস।
২।এক্সপানশন স্লট বা এক্সপানশন বাসঃ
বিভিন্ন রকম তারের সমষ্টি যা কম্পিউটারকে অতিরিক্ত ডিভাইস ব্যবহারে সহায়তা করে। কম্পিউটারে বর্ধিত সুবিধা পাবার জন্য মাদারবোর্ড এ কোনো ডিভাইস যে স্লটে স্থাপন করা হয় তাকে এক্সপানশন স্লট বলা হয়।
মাদারবোর্ড এর প্রসেসর থেকে এ সকল এক্সপানশন স্লট বাস দ্বারা সংযোগ করা থাকে।
উল্লেখযোগ্য কয়েকটি এক্সপানশন বাস হলো ঃ-
1)ISA bus
2)EISA bus
3)Local bus:
a)VESA bus
b)PCI bus
4)USB bus
5)Fireware bus
6)AGP port ইত্যাদি।
Comments
Post a Comment