ব্যক্তিত্ব কী? what is personality?
Personality বা ব্যক্তিত্ব একটি জটিল ও আপেক্ষিক বিষয়। এর সম্পর্কে সুস্পষ্ট কোন সংজ্ঞা দেয়া যায় না। কারণ ব্যক্তিত্ব (personality) শব্দটি ছোট হলেও এর পরিসর কিন্তু অনেক বড়। সে জন্যই মনোবিজ্ঞানিগণ আজ পর্যন্ত ব্যক্তিত্বের সঠিক অর্থ নিয়ে মত পার্থক্যে জড়িয়ে রয়েছেন।
প্রকৃত পক্ষে ব্যক্তির বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের সমন্বয়ে ব্যক্তিত্ব গঠিত হয়। তবে এ সকল বৈশিষ্ট্য অবশ্যই হতে হবে গুণবাচক বা ধনাত্মক বৈশিষ্ট্য। Personality related with the positive characteristics of the Human being অর্থাৎ ব্যক্তিত্ব ব্যক্তির বা মানুষের ধনাত্মক বৈশিষ্ট্যের সাথেই জড়িত।
ব্যক্তিত্ব গঠনে (Personality Build up) পরিবার এবং সমাজের প্রভাব সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ সকলের নিকট সমাদৃত হন। তবে ব্যক্তিত্ব স্থির বা Fixed বিষয় নয়। এটি যে কোন সময় পরিবর্তিত হতে পারে
আরও পড়ুন ঃব্যবস্থাপনা কি? ব্যবস্থাপনা কাকে বলে?
ব্যক্তিত্ব কী?
what is personality?
ব্যক্তিত্ব একটি জটিল (Complicated) বিষয়। এর ইংরেজি প্রতিশব্দ হলো Personality এর উৎপত্তি Latin (ল্যাটিন) শব্দ ‘persona’ থেকে । অতি সহজভাবে বললে এভাবে বলতে হয়, ব্যক্তিত্ব হলো কোন একজন ব্যক্তির চরিত্রের সকল বৈশিষ্ট্যের সমন্বিত রূপ।
ব্যক্তিত্ব স্থির নয় বরং পরিবর্তনশীল। ব্যক্তিতে ব্যক্তিতে ব্যক্তিত্বের পার্থক্য বিদ্যমান । একজনের সাথে অন্য জনের ব্যক্তিত্বের সাদৃশ্যের চাইতে অমিল বা অসামঞ্জস্যতাই বেশি লক্ষণীয় । মনোবিজ্ঞানী ও আচরণ বিজ্ঞানিগণ ব্যক্তিত্বের বিভিন্ন রকম সংজ্ঞা প্রদান করেছেন :
Stephen P. Robbins এর ভাষায় "Personality is the sum of total of ways in which an individual reacts and interacts with others."
এর অর্থ দাঁড়ায়-“ একজন ব্যক্তি যে উপায়ে বা যেভাবে অন্য কোন ব্যক্তিদের সাথে আন্তঃক্রিয়া এবং প্রতিক্রিয়া করে সে সব উপায়গুলোর সমষ্টিই হলো ব্যক্তিত্ব।”
Gordon All Port 4, personality is the dynamic organization within the individual of those psychological system that determine his unique adjustments to his environment" অর্থাৎ “মনোদৈহিক পদ্ধতির (system) এমন একটি গতিশীল সংগঠন যা পরিবেশের সাথে তাল মিলিয়ে চলায় ব্যক্তিকে সাহায্য করে, তাই ব্যক্তিত্ব বা personality.”
অন্যদিকে Moorhead and Griffin ব্যক্তির একটি ভিন্নতর এবং গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন, তা হলো ঃ "The personality is the relatively stable set of psychological attributes that distinguish one person from another."
Comments
Post a Comment