প্রেষণা কাকে বলে?প্রেষণার বৈশিষ্ট্য। What is motivation? Features of motivation

 ইংরেজি Motivation শব্দের বাংলা প্রতিশব্দ হলো প্রেষণা। ইংরেজি  motivation  শব্দটি এসেছে ল্যাটিন শব্দ movere থেকে। যার অর্থ to move বা চালনা করা,গতিশীল করা ইত্যাদি। 

সাধারণ ভাবে বলা যায় যে,প্রেষণা হলো এমন একটি পপ্রক্রিয়া যা শ্রমিক কর্মীদের কার্যে উৎসাহ ও উদ্দীপনা যোগায়।এটি একটি বুদ্ধিদীপ্ত প্রক্রিয়া। সংক্ষেপে বলা যায়,ইচ্ছানুযায়ী কাউকে কাজ করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করাই হলো প্রেষণা। 

আরও পড়ুনঃ

যৌথমূলধনী কোম্পানি কাকে বলে?কোম্পানির বৈশিষ্ট্য


বিভিন্ন লেখকগণ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন প্রেষণা সম্পর্কে। নিম্নে কিছু সংজ্ঞা বর্ণনা করা হলোঃ


১।❝প্রেষণা মানুষের প্রয়োজন এর সাথে সম্পর্কিত এবং প্রয়োজনের পরিতৃপ্তির মাধ্যমেই মানুষ প্রেষিত হয়ে থাকে।❞

___ A.H Maslow


২।❝প্রেষণা হলো একটি প্রক্রিয়া যা দ্বারা অভাব আচরণ গঠনে প্ররোচিত করে, যেন অভাব পূরণে লক্ষ্য অর্জিত হয়।❞

___Joe Kelly


৩।❝প্রেষণা হলো মানুষের অভ্যন্তরীণ অবস্থা যা তার আচরণকে জাগ্রত করে এবং তাকে নির্দিষ্ট লক্ষ্যে প্রবাহিত করে ও লক্ষাভিমুখে ধরে রাখতে সাহায্য করে। ❞

___Glueck



আরও পড়ুনঃ

সংগঠন কাকে বলে? সংগঠন এর বৈশিষ্ট্য ও সুবিধা



পরিশেষে বলা যায় যে,প্রেষণা মূলত মানুষের উদ্দেশ্য বা প্রেরণার সাথে সম্পর্কিত যা মানুষকে কোনো নির্দিষ্ট কর্মপন্থা গ্রহণে উৎসাহিত এবং অনুপ্রাণিত করে থাকে।কর্মসংক্রান্ত মনোভাব ছাড়া কোনো কর্মীর পক্ষেই সন্তুষ্টি সহকারে কার্য সম্পাদন করা সম্ভব নয়।


Comments

Popular posts from this blog

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মূলধন কাকে বলে?।। What is capital?