সংগঠন কি? সংগঠন কাকে বলে? সংগঠনের বৈশিষ্ট্য। সংগঠনের সুবিধা। what is organisation?fretures and advantages organisation
Organisation শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে।যেমন গঠন,পরিচালনা, প্রতিষ্ঠান ইত্যাদি। তাই সংগঠন বলতে একদিকে যেমন সংগঠকের কার্যাবলিকে বুঝায় তেমনি আবার কোনো প্রতিষ্ঠানকেও বুঝায়।
সংগঠন হলো কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কিছু সংখ্যক মানুষের একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থা। সংগঠন মূলত মানুষ, উদ্দেশ্য এবং পদ্ধতি এই ৩টি উপাদান নিয়ে গঠিত। প্রতিটি সংগঠন এর ভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকে।এই উদ্দেশ্যকেই লক্ষ্য হিসেবে পরিণত করা হয়।
সংগঠন হলো মানুষের সংঘবদ্ধ কর্মপ্রচেষ্টা।সমাজবিজ্ঞানীদের মতে সংগঠন হলো সামাজিক একক,সামাজিক প্রক্রিয়া বা সামাজিক ব্যবস্থা। নিম্নে কয়েকজন মনীষী দের সংজ্ঞা দেয়া হলোঃ-
১।এক বা একাধিক সাধারণ উদ্দেশ্যের সফলতা লাভের জন্য বিশেষায়িত অংশগুলোর সমন্বয় সাধন হলো সংগঠন।
____অধ্যাপক এল,এইচ হ্যানি
২।কর্ম ও কর্মী র মধ্যে সামঞ্জস্যপূর্ণ পারস্পরিক সম্পর্কই হলো সংগঠন।
___অধ্যাপক মিলওয়ার্ড
উপরের সংজ্ঞাগুলোর আলোকে বলা যায়,
১।সংগঠন কাঠামো প্রাতিষ্ঠানিক কার্যাবলির একটি সামগ্রিক রূপরেখা।
২।প্রতিটি ব্যক্তি ও বিভাগের কাজ নির্ধারণ করে।
৩।কর্তৃত্ব ও দায়িত্বের সম্পর্ক দেখানো হয়।
৪।জনশক্তি ও অন্যান্য সম্পদের প্রয়োজন ও বন্টন নির্দেশ করে।
সংগঠনের বৈশিষ্ট্যঃ
১।ব্যক্তি ও দলের সমন্বয়ে গঠিত
২।সুপরিকল্পিত ও যুক্তিযুক্তভাবে সৃষ্ট
৩।সংগঠন সর্বদাই লক্ষ্য নির্দেশিত
৪।বিশেষায়ন ও লক্ষ্যার্জন
৫।সংগঠন একটি সামাজিক একক
৬।কাঠামো
৭।যুক্তিযুক্ততা
৮।একত্রীভূতকরণ
৯।কার্যকর যোগাযোগ
১০।কর্মীসন্তুষ্টি বিধান
১১।ক্ষমতা ও দায়িত্ব
১২।পরিবর্তনশীলতা
আরও পড়ুনঃ (গণিতের সূত্রাবলী)
সংগঠনের সুবিধাঃ
১।উদ্দেশ্য অর্জন
২।সম্পর্ক প্রতিষ্ঠা
৩।আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সম্পর্কের উন্নয়ন
৪।সৃজনশীলতায় প্রেরণা যোগায়
৫।কারিগরি উন্নয়নে সহায়তা দান
৬।বিশেষীকরণ ও শ্রমবিভাগে সহায়তা করে
৭।জনশক্তির মানবিক ব্যবহারে উদ্দীপনা যোগায়
৮।প্রতিষ্ঠান সম্প্রসারণ এ সহায়তা
৯।প্রতিষ্ঠান পরিবর্তন এ সহায়তা
১০।প্রশাসনে সহায়তা দান
Comments
Post a Comment