৭টি মহাদেশ।আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ।আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ

 এশিয়া মহাদেশ


> পৃথিবীর বৃহত্তম মহাদেশ।

>আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ চীন।

 >আয়তনে এশিয়ার ছোট দেশ মালদ্বীপ।

>এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং (চীন)

>এশিয়ার বৃহত্তম মরুভূমি গোবি মরুভূমি। 

>এশিয়ার বৃহত্তম সাগর চীন সাগর।

>এশিয়ার সর্বোচ্চ পবর্ত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (নেপাল)।

>এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচং (হবিগঞ্জ, বাংলাদেশ)।


ইউরোপ মহাদেশ


>আয়তনে ইউরোপের বৃহত্তম দেশ রাশিয়া। 

>আয়তনে ইউরোপের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি।

>ইউরোপের বৃহত্তম সাগর ভূমধ্যসাগর

> ইউরোপের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড।

>ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে।

>ইউরোপের প্রবেশদ্বার বলা হয় ভিয়েনাকে।

> ইউরোপ মহাদেশে মরুভূমি নেই।


আফ্রিকা মহাদেশ


>পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ।

>আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। 

>পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয় আফ্রিকা মহাদেশে বেশি।

> আফিকার বৃহত্তম নদী নীলনদ । 

> উত্তমাশা অন্তরীপ আফ্রিকায় অবস্থিত।

সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত।

> আফ্রিকার দুঃখ বলা হয় সাহারা মরুভূমিকে।


উত্তর আমেরিকা মহাদেশ


আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কানাডা ।

উত্তর আমেরিকার দীর্ঘতম নদী মিসিসিপি ।


আরও পড়ুন :এক কথায় প্রকাশ


দক্ষিণ আমেরিকা মহাদেশ


> আয়তনে ও জনসংখ্যায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল। 

> দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী আমাজান।

> দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতমালা আন্দিজ পর্বতমালা।


ওশেনিয়া মহাদেশ


> বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ ।

> ওশেনিয়া মহাদেশকে দ্বীপ মহাদেশ বলা হয়ে থাকে।

> আয়তনে ও জনসংখ্যায় ওশেনিয়ার বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া।

> ওশেনিয়ার দীর্ঘতম নদী মারে ডালিং ।


এন্টার্কটিকা মহাদেশ


> এন্টার্কটিকা মহাদেশে স্থায়ী জনবসতি নেই।

> এন্টার্কটিকা মহাদেশ বরফাকৃত শীতলতম মহাদেশ।

> পৃথিবীর মোট বরফের ৯০ ভাগ বরফ এন্টার্কটিকাতে রয়েছে ।

Comments

Popular posts from this blog

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মূলধন কাকে বলে?।। What is capital?