ক্ষমতা কি? ক্ষমতা কাকে বলে? what is power?

 ক্ষমতা কী? What is Power? 


ক্ষমতা হলো অন্যের আচরণের উপর প্রভাব বিস্তার করার সামর্থ্য। একজনকে তার নিজস্ব কর্ম কাঠামোতে তার গতিবিধি পরিবর্তন বা তার ব্যক্তিগত ইচ্ছাকে পরিবর্তন করার প্রভাবকে ক্ষমতা বলে অভিহিত করা যায়। তাই Alfred De-Grazia-এর মন্তব্যকে যথার্থই মনে হয়। যেমন— "Power is the abilities to make decision influencing the behaviour of man”. (মানুষের আচরণকে প্রভাবিত করার দক্ষতাই হচ্ছে ক্ষমতা).।


সংগঠনে প্রত্যেক ব্যবস্থাপকের তার পদমর্যাদা অনুযায়ী ক্ষমতা থাকে। ব্যবস্থাপক ক্ষমতা ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণ করেন । তাই সিদ্ধান্ত গ্রহণ কাজের কর্তৃত্বের প্রভাবকেও ক্ষমতা বলা যায় । গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কার্যসম্পাদনের জন্য ব্যবস্থাপকগণ নিম্নস্তরের কর্মীদের কিছু ক্ষমতা দিয়ে থাকেন। এ ক্ষমতা ব্যবহার করে কর্মিগণ ব্যবস্থাপকীয় কাজসম্পাদন করে থাকেন। অতএব শ্রমিক কর্মীদের প্রাতিষ্ঠানিক কাজ সঠিকভাবে সম্পাদন করার সামর্থ্যকেও ক্ষমতা বলা যায় ।


উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকগণ আদেশ দানের মাধ্যমে ক্ষমতা প্রয়োগ করেন। আবার নিম্নস্তরের কর্মিগণ ঐ ক্ষমতা পেয়ে সাংগঠনিক কাজে যথাযথ ব্যবহার করেন। এতে করে ক্ষমতার ব্যবহারের মাধ্যমে সাংগঠনিক লক্ষ্য অর্জিত হয় । নিচে বিভিন্ন পণ্ডিত ব্যক্তিবর্গ ও আচরণ বিজ্ঞানীদের প্রদত্ত ক্ষমতার সংজ্ঞা উল্লেখ করা হলো :


আরও পড়ুনঃস্মারকলিপি কি?


◆ Newstrom 4 Keith Davis G, "Power is the ability to influence other people and events" (অন্য কোন ব্যক্তি এবং বিষয়ের উপর প্রভাব বিস্তার করার সামর্থ্যকে ক্ষমতা বলে ।)


• Kreitner এবং Kinicki-এর মতে “সংগঠনের প্রয়োজনীয় এবং ইতিবাচক শক্তিকে ক্ষমতা বলে” (Power is a necessary and generally positive force in organization.)


S.P. Robbins, "Power is a capacity the A has to influence the behaviour of acts in according accordance with A's wishes. "(A এর ইচ্ছা অনুযায়ী কাজ করার জন্য B এর আচরণের উপর A যে প্রভাব বিস্তার করে তাকে ক্ষমতা বলে) ।


L.A. Allen-এর মতে, “অর্পিত কার্যাবলি সম্পাদনের জন্য প্রদত্ত কর্তৃত্ব ও. অধিকারের সমষ্টিকে ক্ষমতা বলে” ।


Henry Fayol বলেন, "The right to give order and power to exert obedience (আদেশ দানের এবং আনুগত্য আদায়ের অধিকারকে ক্ষমতা বলে)।


উপরিউক্ত সংজ্ঞাসমূহ বিশ্লেষণ করে পরিশেষে বলা যায়, প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনের জন্য সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের নিমিত্তে শ্রমিকদের কাজ করার মান নিয়ন্ত্রণ করার সম্পর্ককে ক্ষমতা বলে। সাংগঠনিক সর্বময় ক্ষমতার অধিকারী থাকে সাধারণত নেতাগণ । নেতাগণ তাদের ক্ষমতার সদ্ব্যবহার করে সাংগঠনিক লক্ষ্য অর্জনে বিশেষ ভূমিকা পালন করে ।

Comments

Popular posts from this blog

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মূলধন কাকে বলে?।। What is capital?