শিক্ষণ বলতে কি বুঝায়? what is learning?

 শিক্ষণ বলতে কি বুঝায়? What is Learning?


শিক্ষণ হলো এমন একটি প্রক্রিয়া যা প্রাণীকে তার পরিবর্তনশীল পরিবেশের সাথে উপযোগ স্থাপনে সহায়তা করে । শিক্ষণ হলো জ্ঞান অর্জনের পদ্ধতি। অন্যভাবে বলা যায় শিক্ষণ হলো আচরণ পরিবর্তন বা সংশোধনের একটি প্রক্রিয়া। শিক্ষণ প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক দুই রকমই হতে পারে ।


শিক্ষণ সম্পর্কে বিভিন্ন লেখকের প্রদত্ত সংজ্ঞাগুলো নিচে উপস্থাপন করা হলো : সি.টি. মরগান এবং আর. এ. কিং ( ১৯৬৬) এর মতে, “অভিজ্ঞতা বা অনুশীলনের ফলে আচরণের যে কোন অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তনকে শিক্ষা হিসেবে সংজ্ঞায়িত করা যায় ।”


M.C Geoch—এর মতে, ”শিক্ষণ হলো অভ্যাসের ফলে ক্রিয়ার পরিবর্তন”। Skinner'-এর মতে, শিক্ষণ হচ্ছে প্রগতিমূলক আচরণ এর উপযোজন সংক্রান্ত প্রক্রিয়া [Learning is a process of progressive behaviour adaptation)


Earnest R. Hilgard তাঁর Introduction to psycholotgy বইতে বলেছেন, “শিক্ষণ একটি প্রক্রিয়া যার দ্বারা পরিস্থিতির প্রতি সাড়া প্রদানের মাধ্যমে কার্যের উদ্ভব ঘটে এবং পরিবর্তিত হয়” ["Learning is the process by which an activity


originates or is charged through responding to a situation"]


Hamner and Organ লেখকদ্বয় তাদের Organizational B. গ্রন্থে বলেন, “বল বৃদ্ধিমূলক অনুশীলন এবং অভিজ্ঞতার


মাধ্যমে সৃষ্ট ব্যক্তির সম্ভাব্য আচরণের আপেক্ষিকভাবে স্থায়ী পরিবর্তনকে শিক্ষণ বলে”। [ "Learning may be defined as relatively permanent change in behaviour potentiality that results from reinforced practice and experience"]


অন্যদিকে Hulse, Deese and Egeth বলেন, “প্রত্যক্ষ বা পরোক্ষ অভিজ্ঞতার ফলশ্রুতিতে আচরণ বা সম্ভাব্য আচরণে অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তনই হলো শিক্ষণ”। ["Learning can be defined as a relatively permanent change in behaviour or potential behaviour that results from direct or indirect experience"] সুতরাং দেখা যাচ্ছে যে, শিক্ষা হলো প্রাণীর এমন জ্ঞান যা অভিজ্ঞতা ও অনুশীলনের ফলে সংঘটিত হয়।

আরও পড়ুনঃসংগঠন কি? সংগঠন এর বৈশিষ্ট্য ও সুবিধা



শিক্ষণের সংজ্ঞায় তিনটি বৈশিষ্ট্য লক্ষণীয় : যথা— (১) শিক্ষণ হলো আচরণের পরিবর্তন যার ফলাফল ভাল বা মন্দ দুটোই


হতে পারে । (২) অভিজ্ঞতা এবং অনুশীলনের ফলে এরূপ পরিবর্তন সৃষ্টি হয় । (৩) এ ধরনের পরিবর্তন অপেক্ষাকৃত স্থায়ী। পরিশেষে আমরা বলতে পারি যে, শিক্ষণ হলো এমন এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি স্থায়ীভাবে জ্ঞান ও গুণ অর্জনের পন্থার সন্ধান পায় এবং নিজের মধ্যে মনুষত্ব ও বিবেক জাগ্রত হয় ।

Comments

Popular posts from this blog

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মূলধন কাকে বলে?।। What is capital?