নিরীক্ষা কাকে বলে? অডিটিং কী?what is auditing?

 ভূমিকা

Introduction


বর্তমান যুগ হলো ব্যবসা বাণিজ্যের যুগ। ব্যবসা বাণিজ্যের প্রধান ভাষা হিসাববিজ্ঞান সংক্রান্ত কার্যাবলি হিসাববিজ্ঞান সংক্রান্ত কার্যাবলির নির্ভুলতা, সঠিকতা আর নির্ভরযোগ্যতা যাচাইয়ে নিরীক্ষা ও নিশ্চয়তা সেবা অপরিহার্য নিয়ামক আধুনিক প্রতিযোগিতামূলক বিশ্বে জটিল ব্যবসায়িক কর্মকাণ্ডে নিরীক্ষা ও নিশ্চয়তা সত্যিই আশির্বাদরূপে আবির্ভূত হয়েছে। অত্র অধ্যায়ে নিরীক্ষা এবং অন্যান্য নিশ্চয়তা সেবা সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে।


 নিরীক্ষার সংজ্ঞা Definition of Auditing 




সাধারণত যে কোন লোকের জ্ঞান সীমাবদ্ধ। কোন মালিকের হিসাবরক্ষণের জ্ঞান না থাকলে কিংবা ব্যবসায় প্রতিষ্ঠান বড় হলে হিসাবরক্ষণের জন্য তৃতীয় ব্যক্তিকে নিয়োগ করতে হয়। সেই তৃতীয় ব্যক্তি কর্তৃক হিসাবের শুদ্ধতা ও যথার্থতা যাচাইয়ের প্রয়োজন হতেই নিরীক্ষা শাস্ত্রের উৎপত্তি।


ইংরেজি Auditing শব্দটি ল্যাটিন শব্দ “Audire” হতে এসেছে। “Audire” শব্দের অর্থ শ্রবণ করা । তাই Auditing শব্দের অর্থও শ্রবণ করা প্রাচীনকালে কর্মচারীরা নির্ভুলভাবে হিসাব রেখেছে কিনা তা পরীক্ষা করার জন্য ব্যবসায় মালিক এ বিষয়ে অভিজ্ঞ ও নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগ করতেন, এসব ব্যক্তি হিসাবরক্ষকের মুখ হতে তাদের প্রস্তুতকৃত হিসাব শ্রবণ করতেন এবং শ্রবণের মাধ্যমেই হিসাবের সঠিকতা বিচার করতেন । এভাবে নিরীক্ষা শব্দটি প্রচলিত হয় নিম্নে বিশিষ্ট ব্যক্তিবর্গের মতামত প্রদান করা হলোঃ


SA. W Hanson বলেন, “দলিলপত্রাদি হতে যেসব বিবরণী প্রস্তুত করা হয়েছে তাদের নির্ভরযোগ্যতা প্রমাণ করার জন্য ঐসব দলিপত্রাদি পরীক্ষা করার নামই নিরীক্ষা।” (“An audit in an examination of such records of establish their reliability and the reliability of statements drawn from there.")


২। International Standard of Auditing অনুসারে, “মতামত প্রদানের জন্য কোন প্রতিষ্ঠানের আকার ও আইনগত রূপ এবং প্রতিষ্ঠানটি মুনাফাভোগী বা অমুনাফাভোগী তা বিবেচনায় না এনে তার আর্থিক বিবরণী অথবা অর্থ সম্পর্কিত তথ্যাবলির নিরপেক্ষ পরীক্ষাকে নিরীক্ষা বলে।”

আরও পড়ুনঃ

আয়কর আইনের ইতিহাস



৩। Mautz এর মতে, “হিসাব সংক্রান্ত বিবরণী ও প্রতিবেদনগুলোর নির্ভুলতা ও নির্ভরযোগ্যতা নির্ণয়ের জন্য হিসাব সংক্রান্ত তথ্যগুলো যাচাই করা হলো নিরীক্ষার বিষয়বস্তু।” (Auditing is concerned with the verification of accounting data for determining the accuracy and reliability of according statements and reports.)


&R.R. Comber 6, "Audit is an independent examination of the financial books & records of some, person or


persons responsible or accountable to a third partly with a view of verifying the accountancy of statement prepared by or for the accounting party". অর্থাৎ, নিরীক্ষা হলো তৃতীয় ব্যক্তি কর্তৃক হিসাবের জন্য দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গ কর্তৃক লিপিবদ্ধকৃত হিসাবের বই ও তথ্যাদির নিরপেক্ষ পরীক্ষা, যার উদ্দেশ্য হলো প্রস্তুতকৃত হিসাব বিবরণীর নির্ভুলতা যাচাই করা। ৫। Montgomery প্রদত্ত সংজ্ঞায় বলা হয়েছে, “কোন ব্যবসা বা অন্য কোনো প্রতিষ্ঠানের আর্থিক কার্যকলাপ এবং তার ফলাফল নির্ধারণ করা বা তাদের সত্যতা যাচাই করা ও সে সম্পর্কে প্রতিবেদন পেশ করার উদ্দেশ্যে হিসাব সংক্রান্ত বইসমূহ ও অন্যান্য


নিরীক্ষা ও বাংলাদেশে করব্যবস্থা (ঢা.বি.-৩য়) -৪ (ক) দলিলপত্রাদির নিয়মানুগ পরীক্ষাকে নিরীক্ষা বলা হয় । উপরিউক্ত আলোচনা হতে এটাই প্রতীয়মান হয় যে বিজ্ঞ, প্রাজ্ঞ ও যোগ্যতা সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তি দ্বারা হিসাবরক্ষক কর্তৃক প্রস্তুতকৃত প্রতিষ্ঠানের লাভ-লোকসান হিসাবে এবং উদ্বর্তপত্রে প্রদর্শিত আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সংশ্লিষ্ট ভাউচার ও অন্যান্য দলিল পত্রের সাহায্যে সুচতুর ও সমালোচনামূলক সত্যতা যাচাই করাকে নিরীক্ষা বলা হয়|

Comments

Popular posts from this blog

মানব সম্পদ ব্যবস্থাপনা কাকে বলে।।Human Resource Management

হস্তান্তর পাওনা বা হস্তান্তর ব্যয় কাকে বলে?

মূলধন কাকে বলে?।। What is capital?