ব্যবস্থাপনা কাকে বলে? ব্যবস্থাপনার জনক কে?
★ব্যবস্থাপনা কাকে বলে?
#প্রাতিষ্ঠানিক লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য ব্যবস্থাপক যে সকল কার্যাবলী (পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নেতৃত্ব, নিয়ন্ত্রণ) সুষ্ঠুভাবে সম্পাদন করে থাকে তার সমষ্টিকে ব্যবস্থাপনা বলে।
ব্যবস্থাপনা সম্পর্কে বলতে গিয়ে আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওল খুব সুন্দর ভাবে তা উপস্থাপন করেছেন। তিনি ব্যবস্থাপনাকে সংজ্ঞায়িত করেছেন এভাবে, ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা করা, সংগঠিত করা, আদেশ নির্দেশ দেওয়া, সমন্বয়সাধন এবং নিয়ন্ত্রণ করা।”
টেরি এবং ফ্রাংকলিন (Terry & Franklin) এর মতে “ব্যবস্থাপনা হলো এমন একটি স্বতন্ত্র প্রক্রিয়া যা মানুষ ও অন্যান্য সম্পদ সমূহের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে উদ্দেশ্য নির্ধারণ ও তা অর্জনের নিমিত্তে পরিকল্পনা, সংগঠন, উদ্বুদ্ধ করন ও নিয়ন্ত্রণ কার্যের সাথে সম্পৃক্ত।
ব্যস্থাপনা শুধু প্রাতিষ্ঠানিক জীবনেই সীমাবদ্ধ নয় বরং ব্যক্তি জীবনে প্রতিটি ক্ষেত্রে রয়েছে ব্যবস্থাপনার অবদান।
★ব্যবস্থাপনার জনক?
#আসলে ব্যবস্থাপনার জনক কে তা নির্দিষ্ট করে বলা যায় না। ব্যবস্থাপনার শাখা-প্রশাখা অনেক। একেক শাখায় একেকজনের ভূমিকা রয়েছে।
নিম্নে ব্যবস্থাপনার এরকম কিছু শাখা এবং জনকের নাম দেওয়া হল:—
বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক — ফ্রেডরিক উইন্সলো টেলর
প্রশাসনিক ব্যবস্থাপনার জনক — হেনরী ফেয়ল
আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনক — ম্যাক্স ওয়েবার
কৌশলগত ব্যবস্থাপনার জনক — ইগর এন্সফ
আধুনিক ব্যবস্থাপনার জনক — পিটার এফ. ড্রাকর
(হেনরী ফেয়লকেও অনেকে আধুনিক ব্যবস্থাপনার জনক মনে করেন)
আধুনিক ব্যবস্থাপনার জননী- ম্যারী পার্কার ফলেট
মানব সম্পদ ব্যবস্থাপনার জনক- জর্জ এল্টন মেয়ো
Comments
Post a Comment